রবিবার, ০৩ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০৫:৩৮ পিএম

রাশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০৫:৩৮ পিএম

রাশিয়ার কামচাটকা উপদ্বীপ এলাকা। ছবি- সংগৃহীত

রাশিয়ার কামচাটকা উপদ্বীপ এলাকা। ছবি- সংগৃহীত

রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে আবারও আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। ৭ মাত্রার এই ভূমিকম্পের পরই ফের সুনামি সতর্কতা জারি করা হয়েছে। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, সুনামির ঢেউ ১৯ সেন্টিমিটার (৭.৫ ইঞ্চি) উচ্চতা পর্যন্ত উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

কামচাটকা সুনামি সতর্কতা ও পর্যবেক্ষণ কেন্দ্রের এক প্রতিবেদনে বলা হয়, আলেউটিয়ান মিউনিসিপাল জেলায় সর্বোচ্চ ১৯ সেন্টিমিটার পর্যন্ত উঁচু ঢেউ উঠতে পারে। উস্ত-কামচাটস্কি অঞ্চলে ১৫ সেন্টিমিটার এবং পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহর এলাকায় ঢেউয়ের উচ্চতা ৩ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে।

রাশিয়ার জরুরি পরিষেবা মন্ত্রণালয় টেলিগ্রামে এক বার্তায় জানিয়েছে, ‘প্রত্যাশিত ঢেউয়ের উচ্চতা কম হলেও, সবার উপকূল এলাকা থেকে দূরে সরে যাওয়া উচিত।’

এদিকে ভূমিকম্পের মাত্রা নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পটির মাত্রা ৭.০ হিসেবে রেকর্ড করেছে। অন্যদিকে জার্মানির ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) বলছে, এর মাত্রা ৬.৮। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্রও ভূমিকম্পটির মাত্রা ৭.০ বলে জানায়।

এটি ছিল রাশিয়ার নিকটবর্তী এলাকায় এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় ভূমিকম্পের ঘটনা। এর আগে গত ৩০ জুলাই সেখানে ৮.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর পরপর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয় এবং প্রশান্ত মহাসাগরীয় বিভিন্ন দেশ ও অঞ্চলে জারি করা হয় সুনামি সতর্কতা।

বর্তমানে কামচাটকা ও আশপাশের উপকূলীয় এলাকায় সতর্কতা জারি রয়েছে, এবং স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে।

Shera Lather
Link copied!