একদিনে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। শনিবার তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সৌদির দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় চার সোমালি ও তিন ইথিওপীয় নাগরিককে মাদক পাচারের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া, নিজের মা’কে হত্যার দায়ে এক সৌদি নাগরিক মৃত্যুদণ্ডে দণ্ডিত হন।
বার্তা সংস্থা এএফপির হিসাব অনুযায়ী, সৌদি আরবে ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত মোট ২৩০ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এর মধ্যে ১৫৪ জনই মাদক সংক্রান্ত অপরাধে অভিযুক্ত ছিলেন। এই হারে চলতে থাকলে ২০২৪ সালের রেকর্ড ৩৩৮টি মৃত্যুদণ্ডের সংখ্যাও পেছনে পড়ে যাবে বলে মনে করা হচ্ছে।
এদিকে, মাদক সংশ্লিষ্ট মামলাগুলোর ক্ষেত্রে বিশেষ নজর দিচ্ছে সৌদি প্রশাসন। বিশ্লেষকরা বলছেন, ২০২৩ সালে শুরু হওয়া সৌদি সরকারের ‘মাদকবিরোধী যুদ্ধ’-এর প্রেক্ষিতে এই মৃত্যুদণ্ডের সংখ্যা বেড়েছে। অনেক আসামি দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে এখন শাস্তির মুখোমুখি হচ্ছেন।
সৌদি আরব ২০২২ সালের শেষ দিকে মাদক মামলায় মৃত্যুদণ্ডের স্থগিতাদেশ তুলে নেয়, যা প্রায় তিন বছর ধরে বলবৎ ছিল।
এএফপির হিসাব অনুযায়ী, ২০২২ সালে ১৯ জন, ২০২৩ সালে ২ জন এবং ২০২৪ সালে ১১৭ জন মাদক সংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন।
মানবাধিকার সংগঠনগুলো বলছে, সৌদি আরবের নিরবচ্ছিন্ন মৃত্যুদণ্ড প্রয়োগ দেশটির ‘উন্মুক্ত ও সহনশীল সমাজ’ গঠনের প্রতিশ্রুতিকে প্রশ্নবিদ্ধ করছে। এই প্রতিশ্রুতি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ সংস্কার এজেন্ডার অন্যতম মূল অংশ।
আপনার মতামত লিখুন :