আগামী সপ্তাহের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে বৈঠকটি কোথায় এবং কখন হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ওভাল অফিসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘তিনি এখনো নিশ্চিত নন যে পুতিন এবং জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন কিনা।
ট্রাম্প বলেন, ‘আমি বলতে চাই না যে- আমি বৈঠকের আগেই হতাশ হয়েছি। তবে পুতিন ও জেলেনস্কির মধ্যে একটি শীর্ষ সম্মেলনের খুব ভালো সম্ভাবনা রয়েছে, আমরা চাইছি সেই সম্ভাবনা যেন কাজে লাগে।’
তিনি আরও বলেন, ‘আমরা কোথায় বৈঠক করব, তা এখনো নির্ধারণ করিনি। তবে পুতিনের সঙ্গে এরই মধ্যে আলোচনা হয়েছে। আশা করছি, সেই দীর্ঘ পথ অতিক্রম করে আমরা দ্রুত আলোচনায় বসতে পারব।’
এর আগে, গত মঙ্গলবার মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের দীর্ঘ আলোচনা হয়। যদিও সেই আলোচনাকে ট্রাম্প সরাসরি ‘অগ্রগতি’ বলতে রাজি হননি।
‘আমি এটাকে কোনো অগ্রগতি বলছি না… আমরা অনেক দিন ধরেই এই আলোচনার জন্য কাজ করছি,’- মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প।
হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, মস্কো সফর শেষে রাষ্ট্রদূত উইটকফ ট্রাম্পকে জানান, পুতিন আলোচনায় বসতে আগ্রহী। এর জবাবে ট্রাম্প ইঙ্গিত দেন, ‘পুতিন যদি জেলেনস্কির সঙ্গেও আলোচনা করতে রাজি হন, তবে তিনি নিজেও বৈঠকে অংশ নিতে প্রস্তুত।’
এ নিয়ে ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘আমি নিশ্চিত না এটি আগামী সপ্তাহেই হবে কিনা। এখনো অনেক কাজ বাকি রয়েছে।’