ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

যুক্তরাষ্ট্রে গির্জায় সাবেক সেনার বন্দুক হামলা, নিহত ৫

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৮:৫৩ এএম
মিশিগানে গির্জায় বন্দুক হামলার পর আগুন ধরিয়ে দেয় হামলাকারী। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্ল্যাঙ্কে একটি গির্জায় বন্দুকধারীর হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলাকারীর নাম থমাস জ্যাকব স্যানফোর্ড (৪০)। রোববার সকালে গাড়ি চালিয়ে ওই গির্জার সামনের দরজা ভেঙে প্রবেশ করেন তিনি। সঙ্গে সঙ্গেই শতাধিক ব্যক্তির ওপর গুলি চালান এবং গির্জায় আগুন ধরিয়ে দেন। পরে পুলিশের গুলিতে তিনিও নিহত হন।

প্রাথমিকভাবে দুজনের নিহত ও আটজনের আহত হওয়ার খবর জানা গেলেও কয়েক ঘণ্টা পর গির্জার ভস্মীভূত অংশ থেকে আরও দুটি লাশ উদ্ধার করা হয়। পুলিশ আশঙ্কা করছে, আরও হতাহত থাকতে পারে। আহতদের মধ্যে সাতজনের অবস্থা স্থিতিশীল এবং একজন সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।

গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপ পুলিশের প্রধান উইলিয়াম রেনিয়ে জানান, স্যানফোর্ডের রেকর্ড ঘেঁটে দেখা গেছে, তিনি মার্কিন সেনাবাহিনীর মেরিন শাখায় কর্মরত ছিলেন এবং ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত ইরাকে যুদ্ধ করেছেন।

ঘটনার পরপরই এফবিআই ও এটিএফের বিশেষ এজেন্টরা ঘটনাস্থলে পৌঁছান। তদন্তে সহায়তায় ১০০ জন এফবিআই এজেন্ট নিয়োজিত করা হয়েছে। এখনো হামলার উদ্দেশ্য জানা যায়নি।

এদিকে, এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, ‘এটি যুক্তরাষ্ট্রে খ্রিষ্টানদের ওপর আরেকটি লক্ষ্যভিত্তিক হামলা বলে মনে হচ্ছে। আমাদের দেশে চলমান এই সহিংসতার মহামারি এখনই বন্ধ করতে হবে।’