হার্ভার্ড বিশ্ববিদ্যালয় মুসলিম শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজের স্থান চালু করতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে নামাজের জন্য পর্যাপ্ত স্থান না থাকার বিষয়ে শিক্ষার্থীদের উদ্বেগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ টাস্কফোর্সের সুপারিশে ধর্মীয় অন্তর্ভুক্তি বৃদ্ধির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সংবাদমাধ্যম দ্য হার্ভার্ড ক্রিমসন জানায়, এতদিন একটি ডরমিটরির বেজমেন্টে শিক্ষার্থীরা নামাজ আদায় করতেন। এখন মুসলিম শিক্ষার্থীদের জন্য স্মিথ ক্যাম্পাস সেন্টারের দ্বিতীয় তলায় স্থায়ী নামাজের স্থান হবে, যা আগে সেভার হল ও কানাডে হলের অস্থায়ী স্থানের পরিবর্তে ব্যবহৃত হবে।
হার্ভার্ড ইসলামিক সোসাইটির অভ্যন্তরীণ সম্পর্ক বিভাগের সহ-পরিচালক শাকিরা আলি বলেন, ‘একজন মুসলিম শিক্ষার্থী হিসেবে এমন একটি স্থান পাওয়া আমাকে মনে করিয়ে দেয় যে আমার ধর্ম এখানে সম্মানিত।’
নতুন কক্ষে অজুর জন্য ফুট বাথসহ নতুন আসবাবপত্র স্থাপন করা হবে বলেও জানানো হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন