ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র-রাশিয়ার শীর্ষ বৈঠক শুরু হয়েছে। আলাস্কার অ্যাঙ্কোরেজের এলমেন্ডর্ফ-রিচার্ডসন ঘাঁটিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকে অংশ নিয়েছেন।
উড়োজাহাজ থেকে নেমে বিমানবন্দরে করমর্দন ও সৌজন্য বিনিময় করার পর ট্রাম্প ও পুতিন বৈঠকস্থলের দিকে রওনা হন। তারা বিমানবন্দর থেকে একই গাড়িতে বৈঠকের স্থানের দিকে যান।
প্রেসিডেন্টদের উভয় বিমান থেকে নামার পর তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখা গেছে। প্রথম করমর্দনের সময় ট্রাম্প পুতিনের হাতে মৃদু চাপ দেন, পরে আবারও হাত মেলান। এরপর তারা হাসিমুখে একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করেন এবং সংবাদমাধ্যমের জন্য ছবি তোলেন। খবরটি জানিয়েছে রয়টার্স।
বৈঠকে ট্রাম্পের সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ।
পুতিনের সঙ্গে বৈঠকের আগে আলাস্কায় বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়। শহরের রাস্তায় ট্রাম্পবিরোধী স্লোগান দেওয়া হয়, ইউক্রেন ইস্যুতে প্রেসিডেন্ট পুতিনকে আমন্ত্রণের জন্য ট্রাম্পকে সমালোচনা করা হয় এবং ভলোদিমির জেলেনস্কিকে শান্তি আলোচনায় না রাখায় নিন্দা জানানো হয়।
বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড ও ইউক্রেনের পতাকা হাতে স্লোগান দেন। তথ্য সূত্র: দ্য টেলিগ্রাফ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন