ইউক্রেনকে ১ হাজার সেনা সদস্যের মরদেহ হস্তান্তর করেছে রাশিয়া, এর মধ্যে পাঁচজন বন্দিদ থাকা অবস্থায় মারা গেছেন বলে জানা গেছে। মঙ্গলবার কিয়েভ ও মস্কো কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
ইউক্রেনের যুদ্ধবন্দিদের ব্যবস্থাপনার সমন্বয়-সংক্রান্ত সদর দপ্তর জানিয়েছে, এ বিনিময় চলতি বছরের গ্রীষ্মে ইস্তাম্বুলে অনুষ্ঠিত শান্তি আলোচনায় হওয়া চুক্তির অংশ।
সংস্থাটি জানায়, নিহত সেনারা দক্ষিণ-পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক ও জাপোরিজিয়া অঞ্চলে এবং রাশিয়ার সীমান্তবর্তী কুর্স্ক এলাকায় মারা গেছেন।
ইউক্রেনীয় সদর দপ্তর আরও জানায়, ফেরত আনা মরদেহগুলোর মধ্যে পাঁচজন গুরুতর আহত ও অসুস্থ অবস্থায় বন্দি ছিলেন এবং বন্দি বিনিময়ের অংশ হিসেবে তাদের থাকার কথা ছিল। সংস্থাটি টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, ‘রুশ কর্তৃপক্ষ বারবার দেরি করছে এবং তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে না।’
ক্রেমলিন উপদেষ্টা ও শান্তি আলোচনার প্রধান আলোচক ভ্লাদিমির মেদিনস্কি মরদেহ বিনিময়ের এই তথ্য নিশ্চিত করে বলেন, ইস্তাম্বুল চুক্তির আওতায় রাশিয়াও ১৯ জনের মরদেহ পেয়েছে।
ইস্তাম্বুলে বৈঠকে মস্কো ও কিয়েভ উভয়পক্ষ ৬ হাজার করে সেনার মরদেহ বিনিময়ে সম্মত হয়েছিল এবং বৃহৎ পরিসরে বন্দি বিনিময়ের সিদ্ধান্ত নিয়েছিল। তবে যুদ্ধবিরতির ব্যাপারে কোনো চুক্তি হয়নি।
ইউক্রেন জানিয়েছে, সম্প্রতি ফেরত আনা মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তকারী ও সামরিক বিশেষজ্ঞরা কাজ করবেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন