অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ‘ইসরায়েল’র সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, ‘ইতিহাস আলবানিজকে একজন দুর্বল রাজনীতিক হিসেবে স্মরণ করবে।’ বুধবার সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ‘ইসরায়েল’ ও অস্ট্রেলিয়ার মধ্যে কূটনৈতিক উত্তেজনা শুরু হয় সোমবার, যখন অস্ট্রেলিয়া নেতানিয়াহুর জোট সরকারের ডানপন্থি রাজনীতিক সিমচা রথম্যানের ভিসা বাতিল করে। পাল্টা প্রতিক্রিয়ায় ‘ইসরায়েল’ ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে কর্মরত অস্ট্রেলীয় প্রতিনিধিদের ভিসা বাতিল করে।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানান, সম্প্রতি কানাডা, যুক্তরাজ্য ও ফ্রান্সের সঙ্গে অস্ট্রেলিয়াও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করায় ‘ইসরায়েলি’ প্রধানমন্ত্রী ক্ষিপ্ত হয়েছেন। বার্ক বলেন, ‘শক্তি মানে কতজন মানুষকে হত্যা করতে পারেন বা কতজনকে না খাইয়ে রাখতে পারেন, তা নয়।’
এদিকে ‘ইসরায়েল’র বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ নেতানিয়াহুর মন্তব্যের সমালোচনা করে বলেন, গণতান্ত্রিক বিশ্বে আজকের দিনে নেতানিয়াহুর সঙ্গে দ্বন্দ্ব যেকোনো নেতাকে আরও শক্তিশালী করে তোলে।
রথম্যানের ভিসা বাতিল হওয়ার পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সা’আর নির্দেশ দেন, অস্ট্রেলিয়ার যেকোনো সরকারি ভিসা আবেদন সতর্কতার সঙ্গে পর্যালোচনা করা হবে। তিনি অভিযোগ করেন, অস্ট্রেলিয়ায় ইহুদিবিদ্বেষী সহিংসতা বাড়ছে, অথচ দেশটির সরকার এই পরিস্থিতিকে উসকে দিচ্ছে।
অস্ট্রেলিয়া চলতি মাসের শুরুর দিকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানায়। এ সিদ্ধান্তের পর প্রধানমন্ত্রী আলবানিজ বলেন, ‘গাজায় খাদ্য ও পানির জন্য সারিবদ্ধ নিরীহ মানুষের মৃত্যু সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন