ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র স্থানীয় সিলদাহ ব্রিজের নিচে একটি দোকানে গিয়েছিলেন মোবাইলের আনুষঙ্গিক জিনিস কিনতে। দরদামের সময় ওই ছাত্রের সঙ্গে তুমুল বাগবিতণ্ডা হয় দোকানদারের। এ সময় বাংলায় কথা বলায় ব্যবসায়ী তাকে ‘বাংলাদেশি’ বলে গালাগাল দিতে থাকেন। একপর্যায়ে ব্যাপক মারধর করা হয় ওই ছাত্রকে।
পরে ওই ছাত্র তার সহপাঠীদের নিয়ে ঘটনাস্থলে ফিরলে আশপাশের আরও কয়েকজন ব্যবসায়ী তাদের ওপর হামলা চালান। হামলাকারীদের হাতে ধারালো অস্ত্রও ছিল বলে অভিযোগ শিক্ষার্থীদের। এতে চার শিক্ষার্থী গুরুতর আহত হন। পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এ ঘটনার পরই শিক্ষার্থীরা মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়ে বিক্ষোভ করেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়ার পর দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
কলকাতা পুলিশের এক কর্মকর্তা জানান, ‘রাতেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্রের পক্ষ থেকে মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। আহতদের এবং অন্যান্য ছাত্রদের বয়ান নেওয়া হয়েছে। তদন্তও শুরু হয়েছে। ওই সময় দোকানগুলো বন্ধ থাকায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা যায়নি। তবে আজই সব অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন