রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ১১:৫৭ এএম

নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ১১:৫৭ এএম

নতুন আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা দেখছেন কিম জং উন। ছবি- কেসিএনএ

নতুন আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা দেখছেন কিম জং উন। ছবি- কেসিএনএ

এবার নতুন দুটি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ পরিদর্শন করেছেন। পিয়ং ইয়ং’র রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (কেসিএনএ) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।

এতে বলা হয়, শনিবার (২৩ আগস্ট) শক্তিশালী যুদ্ধক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র দুটির এ পরীক্ষা চালানো হয়। তবে কোথায় এই পরীক্ষা চালানো হয়েছে এবং ক্ষেপণাস্ত্র দুটির কী বৈশিষ্ট্য, তা বিস্তারিত জানানো হয়নি। শুধু বলা হয়েছে, এগুলোর কার্যপ্রণালি ও সাড়াদানের পদ্ধতি অনন্য। বিশেষ প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এসব প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র।

কেসিএনএ আরও বলেছে, ক্ষেপণাস্ত্র দুটি আকাশসীমায় লক্ষ্যবস্তু ধ্বংসে অত্যন্ত কার্যকর। প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা গেছে, আকাশে ছুটে গিয়ে একটি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে ক্ষেপণাস্ত্র। অন্য এক ছবিতে দেখা যায়, একজন সামরিক কর্মকর্তা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ে কিম জং উনকে বিস্তারিত জানাচ্ছেন।

বিশ্লেষকেরা বলছেন, উত্তর কোরিয়া ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিরোধের জন্য নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করছে। এর আগে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, গত সপ্তাহে কয়েকজন উত্তর কোরীয় সেনা দক্ষিণ কোরিয়ার সীমান্ত অতিক্রম করলে তাঁদের উদ্দেশ করে সতর্কতামূলক গুলি চালানো হয়।

জাতিসংঘ কমান্ডের হিসাব অনুযায়ী, গত মঙ্গলবার প্রায় ৩০ জন উত্তর কোরীয় সেনা দক্ষিণ কোরিয়া সীমান্তে প্রবেশ করেছিলেন। এ বিষয়ে উত্তর কোরিয়ার সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল কো জং চোলের একটি বক্তব্য প্রকাশ করেছে পিয়ংইয়ংয়ের গণমাধ্যম। তিনি বলেছেন, ঘটনাটি ‘পরিকল্পিত ও ইচ্ছাকৃত উসকানি’।

কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের জ্যেষ্ঠ বিশ্লেষক হং মিন বলেন, ‘রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধে অংশ নিয়ে উত্তর কোরিয়া যে শিক্ষা পেয়েছে, তার ভিত্তিতেই তারা সক্ষমতা বাড়াচ্ছে।’

রূপালী বাংলাদেশ

Link copied!