শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৬:০৪ পিএম

সৌদিতে চালু হচ্ছে নারীদের খেলার চ্যানেল

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৬:০৪ পিএম

সৌদি আরবে ২০১৮ সাল থেকে নারী ফুটবলে অভাবনীয় পরিবর্তন এসেছে। ছবি- সংগৃহীত

সৌদি আরবে ২০১৮ সাল থেকে নারী ফুটবলে অভাবনীয় পরিবর্তন এসেছে। ছবি- সংগৃহীত

অল উইমেন্স স্পোর্টস নেটওয়ার্ক (এডব্লিউএসএন) সৌদি আরবে নারীদের খেলাধুলার জন্য নিবেদিত একটি আলাদা টেলিভিশন চ্যানেল চালু করতে যাচ্ছে। শুক্রবার থেকে দেশটির ফুটবল ফেডারেশন ও জাতীয় সম্প্রচার সংস্থা সৌদি স্পোর্টস কোম্পানির সহযোগিতায় ‘এসএসসি এডব্লিউএসএন’ নামে ২৪ ঘণ্টার এই চ্যানেল সম্প্রচার শুরু করবে। এটি সৌদি আরবে এমবিসি শাহিদ স্ট্রিমিং প্ল্যাটফর্মে দেখা যাবে।

অস্কারজয়ী অভিনেত্রী ও কৌতুকশিল্পী হুপি গোল্ডবার্গ’র সহ-প্রতিষ্ঠিত এডব্লিউএসএন গত বছর শেষের দিকে চালু হয়েছিল, যা বিশ্বের প্রথম নারীদের খেলাধুলাবিষয়ক বৈশ্বিক চ্যানেল।

চ্যানেলটির উদ্বোধন মিলে যাচ্ছে সৌদি উইমেন্স প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের শুরুর সঙ্গে। এবারই প্রথম এই প্রতিযোগিতা দেশীয় ও আন্তর্জাতিকভাবে সম্প্রচারিত হবে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বান্দার আল-সৌদ বলেন, ‘২০২২ সালে উইমেন্স প্রিমিয়ার লিগ শুরুর পর থেকে এর অগ্রগতি দেখে আমি গর্বিত। গত মৌসুমে ২০টিরও বেশি দেশের খেলোয়াড় অংশ নিয়েছিলেন। এবার তাদের ভক্তরা বিশ্বের বিভিন্ন স্থান থেকে সরাসরি দেখতে পারবেন।’

সৌদি আরবের ফুটবল ফেডারেশনের নারী ফুটবল বিভাগের প্রধান আলিয়া আল-রাশিদ বলেন, “এই উদ্যোগ খেলোয়াড়দের জন্য বৈশ্বিক স্বীকৃতি এনে দেবে, যা হবে ‘একটি রূপান্তরমূলক মাইলফলক’।”

এডব্লিউএসএন জানিয়েছে, চ্যানেলটি প্রতি সপ্তাহে সৌদি উইমেন্স প্রিমিয়ার লিগের একটি প্রধান ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। পাশাপাশি ইউরোপীয় ফুটবল সংস্থার (উয়েফা) টুর্নামেন্টসহ বিশ্বের বিভিন্ন নারীদের ক্রীড়া প্রতিযোগিতা সম্প্রচারে থাকবে।

এডব্লিউএসএন’র প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা জর্জ চুং বলেন, ‘আমরা একসঙ্গে বাধা ভাঙছি, সৌদি নারীদের খেলাধুলার বৈশ্বিক সম্প্রচারের পাশাপাশি দেশটির দর্শকদের জন্য আন্তর্জাতিক লিগ ও তারকাদের উপস্থাপন করছি।’

সৌদি স্পোর্টস কোম্পানির প্রধান নির্বাহী আমিল লোন বলেন, ‘এই উদ্যোগ সৌদি আরবের ভিশন-২০৩০ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং দেশটির নারীদের খেলাধুলাকে বৈশ্বিক প্ল্যাটফর্মে তুলে ধরার লক্ষ্য নিয়েই নেওয়া হয়েছে।’

Link copied!