মিসরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন কাতারের তিন কূটনীতিক। চলতি সপ্তাহের শুরুতে ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি প্রস্তাবে মধ্যস্থতায় কাতারের প্রতিনিধি হিসেবে কায়রো গিয়েছিলেন তারা। রোববার (১২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, রোববার (১২ অক্টোবর) এক্সে দেওয়া বার্তায় মিশরে থাকা কাতারের দূতাবাস বলেছে, ‘মিশরের লোহিত সাগরের অবকাশ যাপনকারী শহর শারম আল-শেখের কাছে এক গাড়ি দুর্ঘটনায় কাতারের শীর্ষ সরকারি সংস্থা আমিরি দিওয়ানের তিন কর্মচারী নিহত হয়েছেন।’
দূতাবাস জানিয়েছে, এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন এবং তাদের শহরের হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত এবং নিহতদের মৃতদেহ রোববারই দোহায় ফিরিয়ে আনা হবে বলেও জানিয়েছে দূতাবাস।
দুটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানায়, শহর থেকে ৫০ কিলোমিটার (৩১ মাইল) দূরে একটি রাস্তার বাঁকের ওপর কাতারি কূটনীতিকদের বহনকারী গাড়িটি উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
এর আগে চলতি সপ্তাহের শুরুতে কাতার, তুরস্ক এবং মিশরের কর্মকর্তারা শারম আল-শেখে পরোক্ষ আলোচনায় অংশ নেওয়ার কয়েকদিন পরেই এই দুর্ঘটনা ঘটে। ওই আলোচনার ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজায় যুদ্ধ শেষ করার পরিকল্পনার প্রথম পর্যায়ে ইসরায়েল এবং হামাসের মধ্যে চুক্তি হয়েছিল।
চুক্তিটি চূড়ান্ত করার লক্ষ্যে আগামী সোমবার মিশরীয় শহরটিতে একটি বিশ্বব্যাপী শীর্ষ সম্মেলনের আয়োজন হতে যাচ্ছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন