রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর)

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ০১:৩৩ পিএম

২৪ দিন ওসিশূন্য বেনাপোল পোর্ট থানা, তদন্ত ওসিও নেই ৭ বছর

মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর)

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ০১:৩৩ পিএম

যশোরের বেনাপোল পোর্ট থানা। ছবি- রূপালী বাংলাদেশ

যশোরের বেনাপোল পোর্ট থানা। ছবি- রূপালী বাংলাদেশ

যশোরের সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ বেনাপোল পোর্ট থানায় ওসি (প্রশাসনিক) পদে ২৪ দিন ধরে কেউ নেই। ফলে থানা কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে এবং শার্শা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে বলে স্থানীয়দের অভিযোগ। বর্তমানে থানার এসআই মানিক কুমার সাহা ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব পালন করলেও, দীর্ঘ ৭ বছর ধরে তদন্ত ওসির পদটিও শূন্য রয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া বদলি হন। এরপর ২৪ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত থানায় নতুন কোনো ওসি (প্রশাসনিক) নিয়োগ দেওয়া হয়নি। ফলে থানা কার্যক্রম চলছে কার্যত অভিভাবকবিহীনভাবে। যদিও থানায় তদন্ত ওসির পদ রয়েছে, তবে গত ৭ বছর ধরে ওই পদেও কেউ নিযুক্ত নেই।

ওসি না থাকায় বেনাপোল পোর্ট থানার আওতাধীন ৩টি ইউনিয়নের মানুষ আইনশৃঙ্খলার অবনতিসহ নানা সমস্যার মুখে পড়েছে। থানা পরিচালনায় দেখা দিয়েছে স্থবিরতা। কবে নাগাদ নতুন ওসি যোগদান করবেন, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। ভারপ্রাপ্ত ওসি এসআই মানিক কুমার সাহাও এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানাতে পারেননি। এতে করে এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।

ওসি বদলির পর দ্রুত নতুন ওসি যোগদান না করলে থানায় যে শূন্যতা তৈরি হয়, তা আইনশৃঙ্খলা রক্ষায় বড় বাধা হয়ে দাঁড়ায়। এতে অপরাধ দমনে জটিলতা দেখা দেয় এবং জনমনে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়। থানাপ্রধান অনুপস্থিত থাকায় অনেক সময় চুরি, ছিনতাই, মারামারির মতো ঘটনা ঘটলেও যথাযথ পদক্ষেপ নিতে পারছে না থানা কর্তৃপক্ষ।

সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ থানা হওয়ায় বেনাপোল পোর্ট এলাকায় ভারত সংলগ্ন অঞ্চলজুড়ে চোরাচালানসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের ঝুঁকি বেশি। অথচ এমন সময়ে থানায় প্রশাসনিক ও তদন্ত দায়িত্বে কেউ না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

অন্যদিকে বেনাপোল চেকপোস্টেও প্রতারণার ঘটনা বেড়েছে। দূর-দূরান্ত থেকে আসা পাসপোর্টযাত্রীদের নানা কৌশলে বিভ্রান্ত করে প্রতিদিনই ছিনতাই ও প্রতারণার শিকার করা হচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে কার্যকর নজরদারি না থাকায় অপরাধীদের সাহস আরও বেড়ে গেছে। অনেকেই বলছেন, ওসি বদলির খবরে অপরাধীরা আরও সক্রিয় হয়ে উঠেছে। তেমনি আশপাশের গ্রামগুলোতেও চুরি ও প্রতারণার ঘটনা বৃদ্ধি পেয়েছে।

এ ছাড়া, সম্প্রতি ভারত থেকে গাঁজা ও ফেনসিডিলের চালানও আগের চেয়ে বেশি আসছে বলে অভিযোগ রয়েছে। এ সুযোগে দূর-দূরান্ত থেকে নেশার খোঁজে আসা তরুণদের আনাগোনা বাড়ছে বেনাপোল, পুটখালী, বারোপোতা ও শিকড়ী এলাকায়। কারণ, এসব স্থানে সহজেই পাওয়া যাচ্ছে নেশাজাতীয় দ্রব্য।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানায় ওসির দায়িত্বে থাকা এসআই মানিক কুমার সাহা বলেন, ‘কবে নাগাদ ওসি নিয়োগ হবে সেটা আমি বলতে পারব না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি বলতে পারবেন। আমি বর্তমানে ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা উন্নতিসহ নানা অপরাধের খবর পেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি। টহল দিচ্ছি থানার বিভিন্ন এলাকায়। আশা করি, কোনো সমস্যা হচ্ছে না।’

Link copied!