ময়মনসিংহের নান্দাইলে সবজি খেতে প্রচুর পরিমাণে আগাছা ও ঘাস জন্ম নিয়েছে। জমিতে সর্বত্রই এই ঘাস থাকায় কৃষকরা সেগুলোকে সরিয়ে ফেলতে হিমশিম খাচ্ছেন। ফলে সবজির উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক।
বর্তমান সময়ে কৃষিশ্রমিক সংকট ও শ্রমিকের পারিশ্রমিক বেশি হওয়ায় তারা খেতের আগাছা ও ঘাস দমন করতে পারছেন না। তবে কেউ কেউ আগাছা নিজেরাই পরিষ্কার করছেন।
সরেজমিন বীরবেতাগৈর ইউনিয়নের বীরকামট খালী, লক্ষিপুর, চরবেতাগৈর ইউনিয়নের চরকামট খালী, চরকোমরভাঙ্গা, খারুয়া ইউনিয়নের হাটশিরা চরাঞ্চলে গিয়ে দেখা যায়, প্রতিটি সবজি খেত আগাছায় ছেয়ে গেছে। ছোটবড় ঘাস ও আগাছায় সবজি খেত একাকার হয়ে আছে।
স্থানীয় কৃষকরা জানান, সবজি চাষ করার পর খেত ভরে গেছে ঘাসে। ঘাসে সবজি খেত ঢাকা পড়ে গেছে। বীরকামট খালী গ্রামের কৃষক শরাফ উদ্দিন বলেন, আমি ৩০ শতক জমিতে পাট শাক ও লাল শাক চাষ করেছি। কিন্তু ঘাসের কারণে শাক ঢাকা পড়ে গেছে।
চরকামট খালী গ্রামের কৃষক চান মিয়া, আব্দুল বাতেন বলেন আমাদের বেগুন খেত ভরে গেছে ঘাসে।
নান্দাইল উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ নাঈমা সুলতানা বলেন, সবজি খেতে আগাছা দমনে কৃষকদের পরামর্শ দিতে উপসহকারী কৃষি কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন