চট্টগ্রামের কর্ণফুলীতে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে একদল সশস্ত্র ডাকাত গভীর রাতে বিয়েবাড়িতে হামলা চালিয়ে দুই লাখ টাকা, ১১ ভরি স্বর্ণালঙ্কার ও দুটি স্মার্টফোন লুট করেছে।
অভিযোগ উঠেছে—পুলিশ ঘটনাস্থলের অদূরেই উপস্থিত থাকলেও ডাকাতদের প্রতিরোধে কোনো পদক্ষেপ নেয়নি। এতে এলাকাজুড়ে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঘটনাটি ঘটে শনিবার (১১ অক্টোবর) রাত দেড়টার দিকে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকায় মোহাম্মদ মিয়ার নতুন বাড়িতে।
বাড়ির নতুন বর আরিফুল ইসলাম ও তার বড় ভাই কাতারপ্রবাসী মো. আলমগীর জানান, আনোয়ারার জয়কালী বাজারের তাহিন কনভেনশন সেন্টারে বিয়ের অনুষ্ঠান শেষে তারা রাতে বাড়ি ফেরার কিছুক্ষণ পরই ৮–১০ জন ব্যক্তি ‘ডিবি পুলিশ’ পরিচয়ে সাদা-আকাশি পোশাকে তল্লাশির কথা বলে বাড়িতে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে পরিবারের নারী–পুরুষ সবাইকে কক্ষে আটকে রেখে আলমারি ও লকার ভেঙে লুটপাট চালায়।
আলমগীর আরও বলনে, ‘ডাকাতরা যখন ঘরে ছিল, তখন পুলিশ মাত্র কয়েক গজ দূরেই ছিল। কিন্তু তারা কিছু করেনি—বরং অস্ত্র দেখে পিছিয়ে যায়। পরে আমরা নিজেরাই প্রাইভেট কারে তাদের পিছু নিই, কিন্তু তারা শান্তিরহাট হয়ে পালিয়ে যায়।’
স্থানীয়দের ধারণা, ডাকাতদের কয়েকজন আগে থেকেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিল। সাদা গেঞ্জি ও জিন্স পরা কয়েকজনকে অনুষ্ঠানস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে—তাদের শনাক্ত করলে রহস্য উন্মোচন হতে পারে বলে মনে করছেন প্রত্যক্ষদর্শীরা।
বর আরিফুল ইসলাম ইসলামী ব্যাংক পিএলসিতে কর্মরত, আর তার ভাই আলমগীর কাতারপ্রবাসী।
ঘটনার পর রোববার (১২ অক্টোবর) দুপুরে কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জামাল উদ্দিন চৌধুরী ও থানার ওসি মুহাম্মদ শরীফ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসি জামাল উদ্দিন বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদের ফেলে যাওয়া একটি দেশীয় তৈরি এলজি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন