দক্ষিণ লেবাননে ড্রোন হামলায় এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরাইল। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, নিহত ওই কমান্ডার আব্বাস হাসান কার্কি ছিলেন হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্ট সদর দপ্তরের লজিস্টিক প্রধান।
টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
কার্কিকে হত্যার দাবি দেওয়া বিবৃতিতে আইডিএফ জানায়, দক্ষিণ লেবাননের নাবাতিহ শহরের কাছে তুল এলাকায় গাড়ি চালানোর সময় কার্কিকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে আব্বাস কার্কি হিজবুল্লাহর যুদ্ধক্ষমতা পুনর্গঠনের নেতৃত্ব দিচ্ছিলেন। তিনি ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো পুনর্নির্মাণ, অস্ত্র পরিবহন ও সংরক্ষণের দায়িত্বও পালন করছিলেন। পাশাপাশি হিজবুল্লাহর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বেও ছিলেন তিনি।
আইডিএফের দাবি, কার্কির এসব কর্মকাণ্ড ইসরাইল ও লেবাননের মধ্যকার বিদ্যমান সমঝোতা লঙ্ঘন করেছে।
অন্যদিকে, লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে দক্ষিণ লেবাননের তুল শহরে ইসরাইলি ড্রোন হামলায় দুজন নিহত এবং দুজন আহত হয়েছেন। তবে নিহতদের মধ্যে হিজবুল্লাহ কমান্ডার কার্কি আছেন কিনা, সে বিষয়ে তারা কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে লেবাননে ইসরাইলি সামরিক অভিযান শুরু হয়, যা ২০২৪ সালের সেপ্টেম্বরে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত এই সংঘাতে অন্তত ৪ হাজার মানুষ নিহত, ১৭ হাজারের বেশি আহত এবং প্রায় ১৪ লাখ লেবানিস বাস্তুচ্যুত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২৪ সালের নভেম্বরে ইসরাইল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে রাজি হয়। চুক্তি অনুযায়ী, চলতি বছরের জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি বাহিনীর প্রত্যাহার সম্পন্ন হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তারা আংশিক সেনা প্রত্যাহার করেছে এবং সীমান্তের পাঁচটি চৌকিতে সামরিক উপস্থিতি বজায় রেখেছে। এ অবস্থায় প্রায় প্রতিদিনই দক্ষিণ লেবাননে আক্রমণ চালাচ্ছে ইসরাইলি বাহিনী।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন