চলতি বছরের ১১ সেপ্টেম্বর বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মন্ত্রী ‘ডিয়েলা’-কে নিয়োগ দিয়ে সাড়া ফেলেছিল আলবেনিয়া। সেই চমকের রেশ না কাটতেই আবারও চমক দিল দেশটি। আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা জানিয়েছেন, তাদের এআই মন্ত্রী নাকি ‘গর্ভবতী’- আর তার গর্ভে রয়েছে ৮৩টি সন্তান!
গতকাল রোববার (২৬ অক্টোবর) বার্লিনে আয়োজিত ‘বার্লিন গ্লোবাল ডায়ালগ’ সম্মেলনে এডি রামা মজার ছলে এ কথা বলেন।
এডি রামা বলেন, ‘ডিয়েলাকে নিয়োগ দিয়ে আমরা বড় ঝুঁকি নিয়েছিলাম। তবে সেটি ফলপ্রসূ হয়েছে। এখন ডিয়েলা প্রথমবারের মতো ৮৩ জন সন্তান ধারণ করেছে।’
এআই-এর ‘সন্তান’ মানে কী?
প্রধানমন্ত্রীর এই বক্তব্যে অনেকেই বিস্মিত হলেও আসলে এটি একটি প্রতীকী মন্তব্য। এ বক্তব্যের ব্যাখ্যা করতে গিয়ে রামা বলেন, ‘এআই সন্তান’ বলতে তিনি আরও ৮৩টি এআই সহকারী তৈরির কথা বলেছেন। বর্তমানে আলবেনিয়ার সংসদে শাসক সোশ্যালিস্ট পার্টির ৮৩ জন সাংসদ আছেন। প্রতিটি সাংসদকে সহায়তা করার জন্য ডিয়েলার প্রযুক্তি থেকে তৈরি করা হবে এই ৮৩টি এআই সহকারী।’
এআই সহকারীদের কাজ কী?
এআই সহকারীদের কাজ প্রসঙ্গে প্রধানমন্ত্রী রামা জানান, সংসদে যা কিছু ঘটবে তা রেকর্ড করবে এই এআই সহকারীরা। কোনো সাংসদ যদি কোনো আলোচনায় উপস্থিত না থাকেন, তাহলে তার এআই সহকারী সেই তথ্য জানিয়ে দেবে।
রামার ভাষায়, ‘এই শিশুদের কাছে তাদের মায়ের জ্ঞান থাকবে। ডিয়েলা যা জানে, তারাও তা জানবে।’
তিনি আরও বলেন, ‘ধরুন আপনি কফি খেতে বাইরে গেলেন আর সংসদে গুরুত্বপূর্ণ আলোচনা মিস করলেন- ফিরে এসে আপনার এআই সহকারী সব বলে দেবে; এমনকি কাকে কীভাবে পাল্টা জবাব দেওয়া উচিত তাও জানাবে।’
আগামী বছর সিস্টেম চালু
এআই সিস্টেম চালুর প্রসঙ্গে আলবেনিয়ার প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, ‘আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের শেষ নাগাদ এই পূর্ণাঙ্গ এআই সংসদীয় সহকারী ব্যবস্থা কার্যকর হবে।’

