মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০৫:২২ পিএম

কেনিয়ায় বিমান বিধ্বস্তে সবাই নিহত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০৫:২২ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় বিমানের সব যাত্রীই মারা গেছে। দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ (কেসিএএ) জানিয়েছে, বিমানটি কোয়ালে কাউন্টির উপকূলীয় পর্যটনকেন্দ্র দিয়ানি থেকে উড্ডয়ন করে মাসাই মারা জাতীয় উদ্যানের বেসরকারি বিমানঘাঁটি কিচওয়া টেম্বোর উদ্দেশে যাচ্ছিল।

মঙ্গলবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটার দিকে বিমানটি বিধ্বস্ত হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে ১২ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং উদ্ধারকাজে সরকারি সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছেছে।

কেনিয়ায় মোম্বাসা এয়ার সাফারির বিমান দুর্ঘটনায় কেউ বেঁচে নেই বলে নিশ্চিত করেছে কেসিএএ। বিবৃতিতে তারা জানিয়েছে, দিনের শুরুতে বিধ্বস্ত হওয়া বিমানটিতে আটজন হাঙ্গেরিয়ান, দুইজন জার্মান এবং একজন কেনিয়ান ক্রু সদস্য ছিলেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, কেউই বেঁচে নেই। প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানে মোট ১১ জন ছিলেন—তাদের মধ্যে আটজন হাঙ্গেরিয়ান, দুজন জার্মান এবং একজন কেনিয়ান ক্রু (ক্যাপ্টেন)।’

কোয়ালে কাউন্টির কমিশনার স্টিফেন ওরিন্দের বরাত দিয়ে বিবিসি জানায়, বিমানটির আরোহীরা সবাই পর্যটকরা ছিলেন এবং দুর্ঘটনায় কেউ বেঁচে নেই। মোট ১২ আরোহী ছিলেন। ডায়ানি থেকে উড্ডয়নের পর কোয়ালে শহর থেকে প্রায় ১০ কিলোমিটার (ছয় মাইল) দূরে বিমানটি বিধ্বস্ত হয়।

মাত্র একদিন আগেই দক্ষিণ চীন সাগরে দুটি পৃথক দুর্ঘটনায় মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার ও একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। নৌবাহিনীর প্যাসিফিক ফ্লিট জানিয়েছে, উভয় দুর্ঘটনায় পাঁচজন ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। দুটি দুর্ঘটনা ঘটেছিল প্রায় আধ ঘণ্টার ব্যবধানে।

এর আগে, গত আগস্টে নাইরোবির কাছে আমরেফ নামের একটি চিকিৎসা সংস্থার হালকা বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত ও দুইজন আহত হন।

সূত্র: রয়টার্স, বিবিসি, ডেইলি আউসাফ

Link copied!