সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শনিবার (১ নভেম্বর) ভার্জিনিয়া ও নিউ জার্সিতে ডেমোক্র্যাট গভর্নর প্রার্থীদের সমর্থনে প্রচারণায় অংশ নেন। এ সময় ভোটারদের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবং তার ‘আইন ভঙ্গকারী ও দায়িত্বহীন নীতি’ প্রত্যাখ্যান করার আহ্বান জানান তিনি।
ভার্জিনিয়ার ওল্ড ডমিনিয়ন বিশ্ববিদ্যালয়ে প্রার্থী আবিগেল স্প্যানবার্গারের সমর্থনে এক সমাবেশে ওবামা ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি, সামরিক বাহিনী মোতায়েন এবং নীতি বাস্তবায়নের ব্যর্থতা নিয়ে কড়া সমালোচনা করেন। তিনি কংগ্রেসের রিপাবলিকানদেরও দোষারোপ করেন, যারা ট্রাম্পের বিরোধিতা করতে ব্যর্থ হয়েছেন।
নিউ জার্সির নিউয়ার্কে মিকি শেরিলের সমর্থনে অনুষ্ঠিত সমাবেশে তিনি আবারও ট্রাম্প প্রশাসনের সমালোচনা তুলে ধরেন। সরকারি কার্যক্রম বন্ধ থাকা সত্ত্বেও হোয়াইট হাউসের ব্যয়বহুল প্রকল্প এবং পুননির্মাণের চেষ্টা তিনি হ্যালোউইনের সাজানো ছলনার সঙ্গে তুলনা করেন।
বিশ্লেষকরা মনে করছেন, আগামী সপ্তাহে দুইটি গুরুত্বপূর্ণ গভর্নর নির্বাচনের আগে ওবামার এই প্রচারণা ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা বাড়াবে। রাজনৈতিক জরিপে দেখা গেছে, স্প্যানবার্গার গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী লেফটেন্যান্ট গভর্নর উইন্সম আর্ল-সিয়ার্সের তুলনায় এগিয়ে আছেন। যদিও ডেমোক্র্যাট ভোটারের সংখ্যা বেশি, রাজ্য পর্যায়ের প্রতিযোগিতা এখনও তীব্র।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন