ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদ’ নির্মাণের ঘোষণা, সময় লাগবে ৩ বছর

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৫:৩৪ এএম

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদ’ নির্মাণের ঘোষণা দিয়েছেন রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। আগামী ৬ ডিসেম্বর এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলেও জানিয়েছেন তিনি। 

শনিবার ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন হুমায়ুন।

হুমায়ুন কবির জানান, পুরো নির্মাণকাজ শেষ হতে প্রায় তিন বছর সময় লাগবে। অনুষ্ঠানে অংশ নেবেন বিভিন্ন মুসলিম নেতা। বাবরি মসজিদ ধ্বংসের ৩৩তম বার্ষিকীকে সামনে রেখে এ ঘোষণা আসায় বিষয়টি নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে।

ঘোষণার পরই সমালোচনায় মুখর ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলের মুখপাত্র ইয়াসের জিলানি অভিযোগ করে বলেন, ভোটের আগে ইস্যু উসকে দিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। এ ধরনের উদ্যোগে রাজ্যের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

ঘটনা নিয়ে এখনো তৃণমূলের কেন্দ্রীয় নেতৃত্ব কোনো মন্তব্য করেনি। তবে ঘোষণাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে ব্যাপক বিতর্ক।