রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ১০:২৭ এএম

সুদানের বিভিন্ন স্থানে হামলা, শিশুসহ নিহত ১১৪

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ১০:২৭ এএম

সুদানে বাস্তুচ্যুত অধিবাসীরা। ছবি- এএফপি।

সুদানে বাস্তুচ্যুত অধিবাসীরা। ছবি- এএফপি।

সুদানের সাউথ করদোফান রাজ্যের কালোগি এলাকায় আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) হামলায় ১১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৬ জন শিশু রয়েছে। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা আলজাজিরা।

প্রতিবেদনে আলজাজিরা জানায়, প্রথমে আরএসএফ একটি কিন্ডারগার্টেনে হামলা চালায়। পরে যখন উদ্ধারকর্মী ও বেসামরিক লোকজন ঘটনাস্থলে পৌঁছায়, তখন তাদের ওপর দ্বিতীয় দফা হামলা হয়। এ ছাড়া শহরের হাসপাতাল ও সরকারি ভবনেও বোমা হামলা চালানো হয়েছে।

সুদান ডক্টরস নেটওয়ার্ক বলছে, বেসামরিক মানুষের ওপর এ ধরনের ধারাবাহিক হামলা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

সংস্থাটি জানায়, বারবার হামলার কারণে হতাহত মানুষের সংখ্যা বাড়তেই থাকছে, কারণ আহতদের চিকিৎসা দেওয়ার সুযোগ কমে গেছে।

ইউনিসেফের প্রতিনিধি শেলডন উয়েত বলেন, বিদ্যালয়ের ভেতর শিশুদের হত্যা করা শিশু অধিকারের চরম লঙ্ঘন। শিশুদের কখনোই সংঘাতের মূল্য চোকানো উচিত নয়।

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে সুদানে সেনাবাহিনী (এসএএফ) ও আরএসএফের মধ্যে সংঘাত চলছে। সেনাবাহিনী মূলত কেন্দ্র ও পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ করছে, আর আরএসএফ পশ্চিমাঞ্চল—বিশেষ করে উত্তর করদোফান ও দারফুর এলাকায় শক্ত অবস্থান গড়ে তুলছে। দীর্ঘ সংঘাতে লাখো মানুষ ইতোমধ্যে বাস্তুচ্যুত হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!