থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন দেশটির ধনকুবের ব্যবসায়ী ও প্রবীণ রাজনীতিক অনুতিন চার্নভিরাকুল। রাজার সম্মতি পাওয়ার পর, রবিবার (৭ সেপ্টেম্বর) থেকে অফিস শুরু করেছেন তিনি। এ নিয়ে ২ বছরের মধ্যে দেশটির তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করলেন তিনি।
৫৮ বছর বয়সি অনুতিন এর আগে উপ-প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশটির ভুমজাইথাই পার্টির নেতা হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
এর আগে, শুক্রবার (৫ সেপ্টেম্বর) থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে অনুতিনকে নির্বাচিত করে দেশটির সংসদ। থাইল্যান্ডের পার্লামেন্ট হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ৪৯২ ভোটের মধ্যে ৩১১ ভোট পান তিনি। বিজয়ের জন্য ২৪৭ ভোট পাওয়া জরুরি ছিল ৫৮ বছর বয়সি অনুতিনের জন্য। ভোটের ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, অনুতিনের পক্ষে ভোট দিয়েছেন ৩১১ এমপি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন