কলম্বোতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শুরতে উইকেট হারালেও ইমনের ফিফটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। এদিন শুরু থেকে মারকুটে স্বভাবে ব্যাট চালান এই টাইগার ওপেনার।
৫ চার ও ৩ ছক্কায় মাত্র ৪৬ বলে পারভেজ হোসেন ইমন তুলে নেন অর্ধশতক।
কলম্বোর রানা প্রেমাদাসা স্টেডিয়ামে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হয় এই ম্যাচ।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নামে দলীয় ১০ রানের মাথায় তামিমকে হারার টাইগাররা।
তামিম আউট হলে মাঠে নামেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে ভালো শুরু পেয়ে ইনিংস রড় করতে পারেনি শান্ত।
দলীয় ১১.৩ বলে ৭৩ রানের মাথায় ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন শান্ত।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৬ ওভার শেষে ১০১ রান। ৬০ রান নিয়ে খেলছেন ইমন ও ৭ রান নিয়ে ব্যাট করছেন তাওহিদ হৃদয়।
এদিকে টাইগারদের জন্য আজ সিরিজ বাঁচানোর লড়াই। আজকের খেলায় জিতলে টিকে থাকবে সিরিজে, হারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিবে লঙ্কানরা।
একনজরে দুই দলের একাদশ
শ্রীলঙ্কা: পাথুম নিসাঙ্কা, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, আসিথা ফার্নান্দো, দুশমন্থ চামিরা।
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।
আপনার মতামত লিখুন :