ভারত পাকিস্তানে পানি সরবরাহ বন্ধের হুমকি দেয়। তবে চীন পাকিস্তানে পানির নিরাপত্তা নিশ্চিত করতে ‘মোহমান্দ বাঁধ’ নির্মাণকাজে গতি বাড়ানোর ঘোষণা দিয়েছে।
চীনা রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের পেহেলগাম ঘটনার পর বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে দেশটি। এরপরই চীন এই প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ নেয়।
চীনা রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং করপোরেশন ২০১৯ সাল থেকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে মোহমান্দ হাইড্রো পাওয়ার প্রকল্পে কাজ করছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা এখন বাঁধের কংক্রিট ভরাটের কাজ শুরু করেছে যাতে দ্রুত সময়ের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করা যায়।
‘মোহমান্দ বাঁধ’ একটি বহুমুখী প্রকল্প। এই প্রকল্পের লক্ষ্য হলো বিদ্যুৎ উৎপাদন, বন্যা নিয়ন্ত্রণ, কৃষিকাজে সেচ ও শহরে পানি সরবরাহ নিশ্চিত করা। প্রকল্পটি সম্পন্ন হলে ৮০০ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করা যাবে এবং খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারে প্রতিদিন ৩০ কোটি গ্যালন পানি সরবরাহ করা যাবে।
উল্লেখ্য, চীন ও পাকিস্তান একাধিক উন্নয়ন প্রকল্পে একসঙ্গে কাজ করছে। যা দেশটির শিল্প খাতের উন্নয়ন, কৃষি ও জনগণের জীবনমান উন্নয়নে সহায়তা করবে। এই প্রকল্পগুলোর বেশিরভাগই চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) এর অংশ।
এ ছাড়াও পাকিস্তানের থ্রি গর্জেস প্রকল্প নামে পরিচিত দিয়ামার- ভাশা বাঁধ প্রকল্প, চীন-পাকিস্তান সহযোগিতার অন্যতম বড় উদাহরণ।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন