ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের আনন্দ উদযাপন করতে গিয়ে লিভারপুল শহরে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।
সোমবার (২৬ মে) আয়োজিত বিজয় শোভাযাত্রায় লিভারপুল ফুটবল ক্লাবের হাজারো সমর্থকের ভিড়ে একটি গাড়ি উঠে গেলে অন্তত ২৭ জন আহত হন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ৫৩ বছর বয়সি এক শ্বেতাঙ্গ ব্রিটিশ পুরুষকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনিই গাড়িটির চালক।
তবে, পুলিশ ঘটনাটিকে সন্ত্রাসবাদ হিসেবে দেখছে না। তারা বলছে, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। ঘটনাস্থলে ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
লিভারপুল অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, ২৭ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে চারটি শিশু আছে। একটি শিশু ও একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির অবস্থা গুরুতর।
প্রত্যক্ষদর্শীরা জানান, খেলোয়াড়দের ছাদখোলা বাসে ট্রফি নিয়ে শহরের কেন্দ্র অতিক্রম করার মাত্র ১০ মিনিট পর দুর্ঘটনাটি ঘটে। ভিড়ের মধ্যে চারজন গাড়ির নিচে চাপা পড়েন। পরবর্তীতে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হঠাৎ করে ভিড়ের মধ্যে ঢুকে পড়া গাড়িটি মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এবং অনেককে ছিটকে ফেলে।
ঘটনার পর পুলিশের ডেপুটি চিফ কনস্টেবল জেনি সিমস সাংবাদিকদের বলেন, ‘এটি একটি একক ঘটনা বলে আমরা বিশ্বাস করি, এবং এর সঙ্গে আর কেউ জড়িত নেই।’
লিভারপুল সিটি কাউন্সিলের নেতা লিয়াম রবিনসন বলেন, ‘এই দুঃখজনক ঘটনাটি একটি আনন্দঘন দিনের ওপর অন্ধকারের ছায়া ফেলেছে।’
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক্স-এ পোস্ট দিয়ে আহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন এবং ঘটনার আপডেট রাখছেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, করোনা মহামারির সময় লিভারপুল শেষবারের মতো প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিল, তবে সে সময় বিধিনিষেধের কারণে উদযাপন ছিল সীমিত।
এবারের বিজয়ে তাই সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তবে শেষ পর্যন্ত এ উৎসব একটি দুঃখজনক ঘটনায় পরিণত হয়।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন