রাশিয়ার রিয়াজান অঞ্চলে একটি গানপাউডার উৎপাদন কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৩৪ জন। সোমবার (১৮ আগস্ট) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
স্থানীয় জরুরি সেবা বিভাগ জানায়, শনিবার (১৬ আগস্ট) স্থানীয় সময় সকালে এই বিস্ফোরণের পরপরই কারখানার বড় অংশ ধসে পড়ে এবং আশপাশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। রিয়াজান অঞ্চলের গভর্নর পাভেল মালকভ জানান, ঘটনাটি ওই কারখানার একটি ওয়ার্কশপে আগুন লাগা থেকে শুরু হয়। কারখানাটি মস্কোর ঠিক দক্ষিণ-পূর্বে অবস্থিত।
স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, কারখানাটিতে বন্দুকের গুলি ও গানপাউডার উৎপাদন হতো। কিন্তু গণমাধ্যমের প্রতিবেদন থেকে স্পষ্ট নয় যে আগুনের কারণ কী ছিল অথবা কারখানাটি আসলে কী উৎপাদন করছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার ভেতরে দাহ্য পদার্থের সংস্পর্শে আগুন লেগে এ বিস্ফোরণ ঘটে থাকতে পারে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে রাশিয়ার কর্তৃপক্ষ।
সরকারি সূত্রগুলো আহতদের খুঁজে বের করা ও চিকিৎসার প্রচেষ্টা ছাড়া অন্য কোনো বিস্তারিত তথ্য দেয়নি।