ঢাকা মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

দুই সপ্তাহের মধ্যেই পুতিন-জেলেনস্কির বৈঠক

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ০৮:৫৮ এএম
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনালাপ হয়। আলাপের পরই ট্রাম্প জানান, পুতিন দুই সপ্তাহের মধ্যে জেলেনস্কির সঙ্গে বৈঠকে রাজি হয়েছেন।

তবে ট্রাম্প এও বলেন, বৈঠকের স্থান এখনো নির্ধারিত হয়নি। এই বৈঠকের পর ট্রাম্পকে যুক্ত করে একটি ত্রিপক্ষীয় বৈঠকও হওয়ার কথা রয়েছে।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

এর আগে সোমবার জেলেনস্কির সঙ্গে দেড় ঘণ্টার বৈঠকের পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, যুদ্ধবিরতিই নয়, স্থায়ী শান্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি সম্ভব এবং নিকট ভবিষ্যতে বাস্তবায়নযোগ্য।

ট্রাম্প আরও বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জেলেনস্কির মধ্যে সরাসরি আলোচনা শুরু করা প্রয়োজন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই আলোচনার মাধ্যমে সহিংসতা স্থায়ীভাবে বন্ধ করা সম্ভব হবে।

তবে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিক মের্ৎস ট্রাম্পের বক্তব্যের সঙ্গে খানিকটা দ্বিমত প্রকাশ করেন।

তিনি বলেন, পরবর্তী বৈঠকে বসার আগে অন্তত যুদ্ধবিরতি থাকা জরুরি। আমরা রাশিয়াকে ত্রিপক্ষীয় বৈঠকের জন্য চাপ দিতে চাই।

মের্ৎসের সঙ্গে একাধিক ইউরোপীয় নেতার বৈঠকও হোয়াইট হাউসে অনুষ্ঠিত হয়, যেখানে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইতালি, ফিনল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।