ঢাকা মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম, ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ০৯:০৯ এএম
বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট। ছবি- সংগৃহীত

উত্তর-পশ্চিম ইউরোপের দেশ বেলজিয়াম ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট জানিয়েছেন, চলতি মাসের শেষের দিকে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের সাধারণ পরিষদে বেলজিয়াম আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোরে সোশ্যাল হ্যান্ডেল এক্সে দেওয়া এক বার্তায় প্রিভোট লিখেছেন, ‘জাতিসংঘের অধিবেশনে বেলজিয়াম ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে! পাশাপাশি ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।’

তার মতে, ইসরায়েলের ওপর ১২টি ‘দৃঢ় নিষেধাজ্ঞা’ কার্যকর করবে বেলজিয়াম। এর মধ্যে রয়েছে দখলকৃত বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করা এবং ইসরায়েলি কোম্পানির সঙ্গে সরকারি ক্রয়নীতির পুনর্বিবেচনা। প্রিভোট স্পষ্টভাবে উল্লেখ করেছেন, এই সিদ্ধান্ত মূলত ফিলিস্তিনে বিশেষত গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে নেওয়া হয়েছে।

বেলজিয়ামের এই পদক্ষেপকে ইউরোপীয় পরিসরে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এর আগে জুলাইয়ের শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা করেছিলেন, ৯ থেকে ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফ্রান্সও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। ফ্রান্সের ঘোষণার পরপরই আরও কয়েকটি দেশ একই পথে এগোনোর ইঙ্গিত দেয়, যদিও কিছু দেশ শর্তসাপেক্ষে স্বীকৃতির কথা বলেছিল।

বর্তমানে জাতিসংঘের প্রায় ৭৫ শতাংশ সদস্য দেশ অর্থাৎ ১৪৭টি দেশ ইতোমধ্যেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। বেলজিয়ামের এই সাম্প্রতিক ঘোষণা আন্তর্জাতিক স্বীকৃতির তালিকাকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, গাজায় চলমান ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত কমপক্ষে ৬৩ হাজার ৪৫৯ জন নিহত এবং এক লাখ ৬০ হাজার ২৫৬ জন আহত হয়েছেন। এই রক্তক্ষয়ী পরিস্থিতি আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং পশ্চিমা বিশ্বে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান আরও স্পষ্ট হয়ে উঠছে।

শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বিচারিক প্রক্রিয়াতেও বেলজিয়াম সক্রিয় ভূমিকা রেখেছে। জুলাই মাসে দেশটির প্রসিকিউটররা গাজায় সংঘটিত নৃশংসতায় জড়িত থাকার অভিযোগে দুই ইসরায়েলি সৈন্যের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) পাঠান।

তবে বেলজিয়ামের স্বীকৃতির ঘোষণা শুধু কূটনৈতিক সিদ্ধান্ত নয়; এটি ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক মহলে ইসরায়েল–ফিলিস্তিন ইস্যুতে একটি বড় ধরনের অবস্থানগত পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।