ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

ট্রায়ালে ‘শতভাগ কার্যকর’ রাশিয়ার ক্যানসার টিকা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ১১:৫২ এএম
প্রতীকী ছবি

ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী এক সাফল্যের ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির গবেষকরা জানিয়েছেন, তাদের উদ্ভাবিত নতুন ক্যানসার ভ্যাকসিন ‘এন্টারোমিক্স’ মানবদেহে প্রাথমিক পরীক্ষায় শতভাগ কার্যকারিতা ও নিরাপত্তা দেখিয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এই গবেষণা পরিচালনা করেছে রাশিয়ার ন্যাশনাল মেডিকেল রিসার্চ রেডিওলজিক্যাল সেন্টার ও এঙ্গেলহার্ড ইনস্টিটিউট অব মলিকিউলার বায়োলজি। তারা ৪৮ স্বেচ্ছাসেবীর ওপর প্রাথমিক পরীক্ষা চালিয়েছে। গবেষণায় অংশ নেওয়া রোগীদের টিউমার ছোট হয়ে এসেছে এবং কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। কোভিড-১৯ ভ্যাকসিনের মতো একই এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে তৈরি এই ভ্যাকসিন শরীরের রোগ-প্রতিরোধ ব্যবস্থাকে প্রশিক্ষণ দেয় ক্যানসার কোষ চিহ্নিত করে ধ্বংস করার জন্য। প্রচলিত কেমোথেরাপির তুলনায় এটি আরও নিরাপদ ও ভালো বিকল্প হতে পারে বলে আশা করা হচ্ছে।

এন্টারোমিক্স প্রতিটি কোলোরেক্টাল ক্যানসার রোগীর জন্য আলাদাভাবে তৈরি হয়। রোগীর টিউমারের জেনেটিক প্রোফাইল অনুযায়ী ভ্যাকসিন কাস্টমাইজ করা হয়। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় থাকা এই ভ্যাকসিনের ঘোষণা দেওয়া হয় ২০২৫ সালের সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে।

বিশেষজ্ঞরা বলছেন, এন্টারোমিক্স দুটি বড় উদ্ভাবন নিয়ে এসেছে—সম্পূর্ণ ব্যক্তিকেন্দ্রিক নকশা এবং এমআরএনএ প্ল্যাটফর্ম। অর্থাৎ প্রতিটি ভ্যাকসিন রোগীর টিউমারের জেনেটিক বৈশিষ্ট্য অনুযায়ী তৈরি হয় এবং দ্রুত তৈরি ও বৃহৎ পরিসরে উৎপাদন সম্ভব। একইসঙ্গে সহজে বিভিন্ন ধরনের ক্যানসারের জন্য মানিয়ে নিতে পারে। ফলে এটি ক্যানসার চিকিৎসায় দীর্ঘদিনের সীমাবদ্ধতা কাটিয়ে নতুন দিগন্ত খুলতে পারে বলে মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, যদি বৃহত্তর পরীক্ষায়ও এই ভ্যাকসিন সফল হয়, তবে বিশ্বব্যাপী রোগীরা নিরাপদ, পার্শ্বপ্রতিক্রিয়াবিহীন এবং ব্যক্তিকেন্দ্রিক ইমিউনোথেরাপির সুবিধা পাবেন।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, প্রাথমিক পরীক্ষায় সাফল্য পাওয়া মানেই দীর্ঘমেয়াদে কার্যকারিতা নিশ্চিত নয়। ব্যক্তিকেন্দ্রিক এমআরএনএ ভ্যাকসিন উৎপাদন, সংরক্ষণ (কোল্ড-চেইন), এবং জেনোমিক প্রোফাইলিং–সংক্রান্ত জটিলতাও মোকাবিলা করতে হবে।

আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা, স্বাস্থ্য ব্যবস্থা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগই নির্ধারণ করবে এন্টারোমিক্স শুধু একটি প্রতিশ্রুতি হয়ে থাকবে নাকি বিশ্বব্যাপী ক্যানসার চিকিৎসার নতুন মানদণ্ডে পরিণত হবে।