ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫

কয়েকদিনের মধ্যে পুতিনকে ফোন করবেন ট্রাম্প

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৩:৫৯ পিএম
ট্রাম্প, পুতিন এবং জেলেনস্কি। ছবি- সংগৃহীত

আগামী কয়েক দিনের মধ্যেই ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন সংলগ্ন অ্যান্ড্রুজ এয়ার ফোর্স বেসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। এ সময় ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধে নিজের আত্মবিশ্বাস পুনর্ব্যক্ত করেন ট্রাম্প।

এর আগে ৪ সেপ্টেম্বর ট্রাম্প ঘোষণা করেছিলেন যে তিনি শিগগিরই পুতিনের সঙ্গে কথা বলবেন।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট আলাস্কার একটি সামরিক ঘাঁটিতে দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে পুতিন জানান, আলোচনায় মূলত ইউক্রেন সংকট সমাধান নিয়েই কথা হয়েছে। তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন অধ্যায়ে প্রবেশের আহ্বান জানান এবং সহযোগিতা পুনরায় শুরু করার কথা বলেন। পাশাপাশি তিনি ট্রাম্পকে মস্কো সফরের আমন্ত্রণ জানান।

এদিকে আলাস্কায় অনুষ্ঠিত ট্রাম্প- পুতিনের বৈঠককে রুশ প্রেসিডেন্টের জন্য ‘অর্জন’ হিসেবে আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনকে বাদ দিয়ে অনুষ্ঠিত বৈঠক আসলে পুতিনের চাওয়া পূরণ করেছে বলে মন্তব্য করেন তিনি। রোববার  (৭ সেপ্টেম্বর) এবিসি টেলিভিশনের এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘আমি মনে করি, পুতিন যা চাইছিল, প্রেসিডেন্ট ট্রাম্প তাকে সেটাই দিয়েছেন। পুতিনের প্রবল ইচ্ছা ছিল ট্রাম্পের সঙ্গে দেখা করার।’

সাক্ষাৎকারে  জেলেনস্কি রাশিয়ার সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়া দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপকে ‘সঠিক পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেন এবং মস্কোর ওপর আরও চাপ বাড়ানোর আহ্বান জানান।

যুক্তরাষ্ট্র সম্প্রতি রুশ তেল কেনার মাধ্যমে মস্কোকে সমর্থন করার অভিযোগ তুলে ভারতকে অতিরিক্ত শুল্কের আওতায় এনেছে। এই পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়ে জেলেনস্কি কিছু ইউরোপীয় দেশেরও সমালোচনা করেছেন যারা এখনো রাশিয়ার জ্বালানি কিনছে।

এছাড়া পুতিনের সঙ্গে বৈঠক প্রসঙ্গে জেলেনস্কি জানান, যুদ্ধ চলাকালীন তিনি রাশিয়া যেতে রাজি নন। বরং তিনি প্রস্তাব দেন, পুতিন যদি চান তবে কিয়েভে আসতে পারেন। তবে তিনি নিজেই স্বীকার করেন, রুশ প্রেসিডেন্ট তার বৈধতাকে প্রশ্নবিদ্ধ করে থাকায় এ সম্ভাবনা কার্যত নেই।