ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫

আরেকটা স্বপ্ন পূরণ হলো : শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ০৩:৪৫ পিএম
শ্রীলঙ্কার কোকোনাট হিল ভ্রমণ করে আরও একটি স্বপ্নপূরণ করলেন অভিনেত্রী শবনম ফারিয়া। ছবি - সংগৃহীত

ছোট পর্দার পরিচিত মুখ শবনম ফারিয়া এখন অভিনয় থেকে কিছুটা দূরে। তবে সামাজিক মাধ্যমে তার সরব উপস্থিতি যেন বলেই দেয়, তিনি দর্শকদের মন থেকে একটুও হারাননি। এই অভিনেত্রী এখন ছুটি কাটাচ্ছেন শ্রীলঙ্কার মনোমুগ্ধকর কোকোনাট হিলে।

তার ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা গেছে, সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছেন ফারিয়া, মুখে মিষ্টি হাসি, কালো পোশাকে একদম স্বতঃস্ফূর্ত। ছোট কাঁধে ঝোলানো ব্যাগ আর নিখাদ ভ্রমণ উদ্দীপনায় যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছেন তিনি।

ভ্রমণের ছবিগুলোতে মুগ্ধ হয়ে পড়েছেন অনুরাগীরাও। একজন লিখেছেন, ‘আমার পছন্দের অভিনেত্রী, আপনি এখন নাটক করেন না কেন?’ আরেকজন মন্তব্য করেছেন, ‘সুন্দর জায়গায় সুন্দর মেয়ে।’ এভাবেই কমেন্ট বক্স ভরে উঠছে ভালোবাসায়।

শ্রীলঙ্কার কোকোনাট হিল যেন ফারিয়ার মনের ভেতর গেঁথে গেছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘একটা স্বপ্নের জায়গা ‘কোকোনাট হিল, মিরিসা’ যেখানে আকাশ সোনালি আভায় জ্বলে উঠে, নারিকেল গাছেরা বাতাসে গোপন কথা বলে, আর সূর্য ধীরে ধীরে হারিয়ে যায় সেই অসীম নীলের মাঝে।’

আরেকটি স্বপ্নপূরণের কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘আরেকটা স্বপ্ন পূরণ হলো, তালিকা থেকে মুছে ফেলেছি ঠিকই, কিন্তু হৃদয়ে গেঁথে রইল চিরদিনের মতো।’

অভিনয় থেকে দূরে, বর্তমানে ভ্রমণের স্বপ্নপূরণে ব্যস্ত ফারিয়া। কোকোনাট হিলের ঢেউয়ে যেন তার হাসিও আজ একটু বেশি উজ্জ্বল।