ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫

এখন থেকে আমি প্রতিটা দিন উদযাপন করব : সুনেরাহ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ০৩:২০ পিএম
মডেল-অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। ছবি - সংগৃহীত

বিনোদন দুনিয়ার মডেল-অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল অভিনয় দিয়ে যেমন বাজিমাত করেছেন, তেমনি সোশ্যাল মিডিয়ায়ও তার জনপ্রিয়তা কম নয়। তার শেয়ার করা একটি ছবির সাথে বিশেষ একটি ক্যাপশন শেয়ার করে নজর কাড়লেন নেটাগরিকদের। 

মডেল-অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। ছবি- সংগৃহীত

শনিবার নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে সুন্দর জামা-কাপড়ের ব্যাপারে তার পুরোনো অভ্যাসের কথা শেয়ার করে জীবনের নতুন এক উপলব্ধির গল্প শোনালেন এই মডেল-অভিনেত্রী।

সুনেরাহ লেখেন, ‘সবচেয়ে সুন্দর জামাগুলো সবসময়ই আলমারিতে রেখে দিতাম বিশেষ দিনের জন্য। কিন্তু সেগুলো আর পরাই হয়নি কখনো।’ 

সুনেরাহর ফেসবুক পোস্ট। ছবি - সংগৃহীত

এরপর যোগ করেন, ‘এখন থেকে আমি প্রতিটা দিন উদযাপন করব- বেঁচে থাকার জন্য, সুখী থাকার জন্য; মানসিক আর শারীরিকভাবে সুস্থ থাকার জন্য, প্রতিটা নিয়ামতের জন্য। এর চেয়ে বিশেষ আর কিছু কি হতে পারে? আলহামদুলিল্লাহ।’

তার এই লেখা দেখে কমেন্ট বক্সে জমে গেছে প্রশংসার বন্যা। কেউ বলে, ‘এভাবে ক্যাপশন দিলে তো কবি হয়ে যাবেন!’ আরেকজন লিখেছে, ‘কথাটা একদম মনের মতো বলেছেন।’

মডেল-অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। ছবি - সংগৃহীত

সুনেরাহ বরাবরই একটু ভিন্ন ধাঁচের। ২০১১ সালে র‍্যাম্প মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করে ধীরে ধীরে পৌঁছে যান বড় পর্দায়। ‘ন ডরাই’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 

মডেল-অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। ছবি - সংগৃহীত

সোশ্যাল মিডিয়াতেও তার উপস্থিতি দারুণ আলোচিত। কখনো স্টাইল, কখনো ক্যাপশন- সবসময়ই কিছু একটা নিয়ে আলোচনায় থাকেন সুনেরাহ। এই পোস্ট দিয়েও যেন নিজের মতো করে বললেন- আর অপেক্ষা নয়, এখনই সময় নিজেকে উদযাপনের!