বলিউড আবারও কাঁপছে সন্ত্রাসের আতঙ্কে। গত বছর বলিউড সুপারস্টার সালমান খানের বাড়িতে গুলি চলার ঘটনার রেশ কাটতে না কাটতেই, এবার নতুন করে সামনে এলো আরেক চাঞ্চল্যকর হামলার ঘটনা। এবার গুলি চলল বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে।
গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভারতের উত্তর প্রদেশের বরেলীতে অবস্থিত দিশা পাটানির পৈতৃক বাড়িতে ভোররাতে ঘটে এই ঘটনা।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোর ৩টা নাগাদ মোটরসাইকেলে করে আসা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি প্রায় ১০ থেকে ১২ রাউন্ড গুলি ছোড়ে। সৌভাগ্যবশত, এ ঘটনায় কেউ আহত হননি। তবে দিশার পরিবারের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
ঘটনার দায় স্বীকার করেছেন কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার। তার দাবি, দিশার দিদি খুশবু পাটানি নাকি হিন্দু ধর্মীয় গুরু প্রেমানন্দ মহারাজ এবং অনিরুদ্ধ আচার্যকে অপমান করেছেন। এর মাধ্যমে তিনি হিন্দু ধর্মের প্রতি অবমাননা করেছেন। গোল্ডির ভাষ্য, ‘সনাতন ধর্মের অপমান আমরা কিছুতেই সহ্য করব না। এই হামলা ছিল একটি সাবধানবাণী।’
কিছুদিন আগেই এক ধর্মীয় সভায় আধ্যাত্মিক গুরু অনিরুদ্ধ আচার্য মন্তব্য করেন, ‘আজকাল ২৫ বছরের আশপাশের মেয়েরা বিয়ের আগে ৪-৫ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান।’ আর এই মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েন দিশার দিদি খুশবু, যিনি নিজেও একজন প্রাক্তন সেনা অফিসার এবং সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয়।
খুশবু আচার্যকে ‘নারীবিদ্বেষী’, ‘দেশদ্রোহী’, ‘নপুংসক’ বলে আক্রমণ করেন এবং জানান, ‘এই লোকটা আমার সামনে এলে আমি ওকে ঠিক বুঝিয়ে দিতাম। সমাজের যত নপুংসক, তারাই ওকে অনুসরণ করে।’
এখানেই থেমে থাকেননি খুশবু- প্রেমানন্দ মহারাজকে নিয়েও বিতর্কিত মন্তব্য করেন। ফলে ধর্মীয় মহলে ক্ষোভ আরও চরমে ওঠে।
ঘটনার পরপরই দিশা পাটানির পরিবার পুলিশে অভিযোগ দায়ের করে। বর্তমানে অভিনেত্রীর বাড়ির বাইরে পুলিশি নিরাপত্তা মোতায়েন রয়েছে। এরই মধ্যে পুলিশ দুষ্কৃতদের শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।