১০০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড গড়েছে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই। ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) এক বিবৃতিতে জানিয়েছে, চলতি মে মাসে এখন পর্যন্ত শহরটিতে ৪৩৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
মুম্বাইয়ের কোলাবা ও সান্তাক্রুজে আইএমডি’র দুটি পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে। কোলাবা কেন্দ্র জানিয়েছে, ১৯১৮ সালের মে মাসে শহরটিতে সর্বোচ্চ ২৫৭.৮ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড হয়েছিল।
সেই রেকর্ড এবার দ্বিগুণেরও বেশি ছাড়িয়ে গেছে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।
মুম্বাইয়ে সাধারণত বর্ষাকাল শুরু হয় ১১ জুনের পর। তবে এ বছর অনেক আগেই, ২৫ মে থেকেই বর্ষা শুরু হয়েছে বলে জানিয়েছেন আইএমডি মুম্বাই শাখার প্রধান শুভাঙ্গী ভুট্টে।
প্রসঙ্গত, আরব সাগরের তীরে অবস্থিত হওয়ায় মুম্বাই বর্ষায় অতিমাত্রায় বৃষ্টিপ্রবণ শহর। অতিবৃষ্টির ফলে প্রায় প্রতি বছরই শহরের বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে।
এবারও তার ব্যতিক্রম হয়নি। রোববার ও সোমবার টানা ভারী বৃষ্টিতে শহরের বহু এলাকা পানিতে তলিয়ে গেছে। চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
শুভাঙ্গী ভুট্টে আরও জানিয়েছেন, সামনে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মুম্বাই ও পার্শ্ববর্তী এলাকায় ইতোমধ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
আপনার মতামত লিখুন :