ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫

ভারতে ঋণের চাপে একই পরিবারের ৭ সদস্যের বিষপান

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ২৭, ২০২৫, ০১:৪৯ পিএম
ঘটনাস্থলে নমুনা পরীক্ষা করছে ফরেনসিক টিম। ছবি- সংগৃহীত

ভারতের হরিয়ানা রাজ্যের পঞ্চকুলায় একই পরিবারের সাত সদস্য বিষপানে আত্মহত্যা করেছেন। নিহতদের মধ্যে ছিলেন প্রবীণ মিত্তল (৪২), তার বৃদ্ধ বাবা-মা, স্ত্রী এবং তিন শিশুসন্তান।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার (২৬ মে) রাত ১০টার দিকে রাজ্যটির পঞ্চকুলায় একটি পার্ক করা গাড়িতে তিন শিশুসহ একটি পরিবারের ছয় সদস্যের মৃতদেহ পাওয়া যায়।

প্রবীণ মিত্তল ও তার পরিবার একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে তাদের গাড়িতে বিষপান করেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা পার্ক করা গাড়িতে ছয়জনের নিথর দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। 

প্রবীণ মিত্তল তখন গাড়ির বাইরে ছিলেন, তবে হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি দুই পৃষ্ঠার সুইসাইড নোট উদ্ধার করেছে, যেখানে ঋণের কারণে দেউলিয়া হয়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। পরিবারের এই কঠিন সিদ্ধান্তের পেছনে আর্থিক সংকটই মূল কারণ বলে ধারণা করা হচ্ছে।

পঞ্চকুলার ডেপুটি কমিশনার হিমাদ্রি কৌশিক ও আইনশৃঙ্খলা বিভাগের ডেপুটি কমিশনার অমিত দাহিয়া ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। পুলিশ বিষয়টি আত্মহত্যা বলে মনে করছে এবং ঘটনার বিস্তারিত অনুসন্ধান চালাচ্ছে।

 

সূত্র: এনডিটিভি