ভারতের আহমেদাবাদ থেকে বৃহস্পতিবার (১২ জুন) ব্রিটেনের গ্যাটউইক বিমানবন্দরে যাওয়ার কথা ছিল ভূমি চৌহানের। কিন্তু মাত্র ১০ মিনিটের দেরি, তার ভাগ্যকে ঘুরিয়ে দিল। বিমানবন্দরে পৌঁছতে দেরি হওয়ায় তিনি বিমানে উঠতে পারেননি, আর সেই ১০ মিনিটের জন্য তিনি আজ বেঁচে আছেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সংবাদমাধ্যমকে ভূমি বলেন, ‘আমার পুরো শরীর এখনো কাঁপছে! এটা আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ঈশ্বরই আমাকে বাঁচিয়েছেন।’
ভূমি চৌহান ব্রিটেনের ব্রিস্টলে বসবাসরত একজন প্রবাসী ভারতীয়। ছুটি কাটাতে দেশে এসেছিলেন তিনি। বৃহস্পতিবার বিধ্বস্ত বিমানটিতে চড়ে আবার ব্রিটেনে ফেরার কথা ছিল তাঁর। তবে ১০ মিনিট দেরি হওয়ার কারণে বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পান তিনি।
ভূমি জানান, বিমানবন্দরে যাওয়ার পথে আহমেদাবাদের যানজটে আটকে গিয়েছিলেন তিনি। ওই যানজটের কারণেই এ যাত্রায় তিনি রক্ষা পেয়েছেন। বিমানে উঠতে না পেরে বিমানবন্দর ছেড়ে গুজরাটের বাড়িতে ফিরে যান ভূমি। দুপুর দেড়টা নাগাদ তিনি বিমানবন্দর ছাড়েন।
ভারতের আহমেদাবাদে বৃহস্পতিবার লন্ডনের গ্যাটউইকের উদ্দেশে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড্ডয়নের পরপরই একটি মেডিকেল ছাত্রাবাসের ওপর বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত ২৯৪ জন নিহতের খবর নিশ্চিত করেছে রয়টার্স।
সংবাদমাধ্যমটিকে দেওয়া এক বিবৃতিতে ভারতীয় পুলিশের এক কর্মকর্তা মৃত্যুর সর্বশেষ সংখ্যাটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বিমানটি উড্ডয়নের কয়েক মিনিট পরই আগুনের গোলার মতো বিস্ফোরিত হয়ে আছড়ে পড়ে।
এই দুর্ঘটনায় আশ্চর্যজনকভাবে এক ব্রিটিশ নাগরিকের বেঁচে ফেরা ঘটনা ঘটেছে। বিবিসি জানিয়েছে, জীবিত উদ্ধার হওয়া ব্যক্তি ব্রিটিশ নাগরিক বিষ্ণু কুমার রমেশ। ৪০ বছর বয়সী এই ব্যক্তি সামান্য আঘাত পেয়েছেন এবং নিজে হেঁটেই দুর্ঘটনাস্থল থেকে বেরিয়ে আসেন।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘উড্ডয়নের ত্রিশ সেকেন্ড পরই একটা বিকট শব্দ হয়। তারপরই বিমানটি ভেঙে পড়ে। সবকিছু এত দ্রুত ঘটে গেছে।’ বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন