যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে। হঠাৎ করে ভিসা রিজেকশনের হার বেড়ে যাওয়া এবং ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট না থাকা এই সংকটের মূল কারণ হিসেবে মনে করছেন শিক্ষাবিষয়ক পরিমর্শদাতা প্রতিষ্ঠানগুলো। সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।
হায়দরাবাদের ওভারসিস কনসালট্যান্টসের সঞ্জীব রাই টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘এ সময়ের মধ্যে সাধারণত বেশিরভাগ শিক্ষার্থীর ভিসা ইন্টারভিউ হয়ে যায় এবং তারা ফ্লাইটের প্রস্তুতি নেয়। কিন্তু এ বছর প্রতিদিন শুধু পোর্টাল রিফ্রেশ করেই সময় যাচ্ছে, কোনো স্লট পাওয়া যাচ্ছে না। এটি গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি।’
উইন্ডো ওভারসিস এডুকেশন কনসালট্যান্সির অঙ্কিত জৈন জানান, যারা কোনোভাবে স্লট বুক করতে পারছে, তারা কনফারমেশন পাচ্ছে না। সম্ভবত যুক্তরাষ্ট্র তাদের সিস্টেম টেস্ট করছে।
এই অনিশ্চয়তার কারণে অনেক শিক্ষার্থী যুক্তরাষ্ট্র বাদ দিয়ে জার্মানি, কানাডা বা ইউরোপের অন্যান্য দেশে পড়াশোনার কথা ভাবছেন। এক ২৩ বছর বয়সি শিক্ষার্থী বলেন, ‘আর অপেক্ষা করতে পারছিলাম না। একটি বছর নষ্ট হয়ে যেতে পারে। মনে হচ্ছিল সবকিছু থেমে গেছে, তাই আমি আবেদনই বাদ দিয়েছি।’
আই-২০ ফিভারের অরবিন্দ মান্ডুভা জানান, আগামী কয়েক দিনের মধ্যে যদি স্লট না খোলা হয়, হাজারো স্বপ্ন ভেঙে যাবে। প্রতিদিনই উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকদের ফোন পাচ্ছি। যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে গেছে।
গত বছর ভারত ৩ লাখ ৩০ হাজারের বেশি শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্রে পাঠিয়ে চীনকে অতিক্রম করেছিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারি পর্যন্ত বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়া ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লাখ ৬০ হাজার। এর মধ্যে ইউরোপে যাওয়ার প্রবণতা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
আপনার মতামত লিখুন :