ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫

এক প্রেমিকাকে নিয়ে ২ তরুণের মারামারি, অন্তর্জালে তোলপাড়

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ০৫:০৭ পিএম
এক প্রেমিকাকে নিয়ে চলছে দুই তরুণের প্রেম। ছবি- সংগৃহীত

প্রেম নিয়ে মাঝেমধ্যেই প্রেমিক প্রেমিকাদের মধ্যে বাগবিতণ্ডা লাগে। বিভিন্ন সময় তা প্রকাশ্যে চলে আসে। এবার তেমনি একটি ঘটনা ঘটেছে। তবে সেটা এক প্রেমিকাকে দুই প্রেমিকের ঝামেলা। যা রীতিমতো মারামারিতে রূপ নেই।

জানা গেছে, দুই তরুণ ভালোবাসতেন একই তরুণীকে। কিন্তু তরুণী কার সঙ্গে প্রেম করবেন, কোন তরুণ ছাড় দিবেন- তা নিয়েই প্রকাশ্যে দুজনের মধ্যে বেঁধে যায় তর্কাতর্কি। এরপর শুরু হয় মারামারি। ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, দুই তরুণ সিনেমা হল চত্বরে একে অপরকে মাটিতে ফেলে উত্তমমধ্যম দিচ্ছেন। তাদের ঘিরে ভিড় জমে গেছে। অনেকে চেষ্টা করেও তাদের মারপিট থামাতে পারছেন না।

উপস্থিত অনেক দর্শক ঘটনাটি ক্যামেরাবন্দি করেও রাখেন। আলোচিত এই ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের গ্বালিয়রের একটি সিনেমা হলে।

ভিডিও দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটিজেনরা। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ভিডিওটি পুলিশের নজরেও এসেছে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এক পুলিশ কর্মকর্তা জানান, তারা এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাননি। তবে ভাইরাল ভিডিওটি যাচাই করে দেখছেন। ওই দুই তরুণকে শনাক্ত করার চেষ্টা করছেন।