গুগল ম্যাপ দেখে গাড়ি চালিয়ে দুর্ঘটনায় পড়ার ঘটনা নতুন নয়। এবার ভারতের মহারাষ্ট্রের নভি মুম্বাইয়ে ঘটল অনুরূপ এক মর্মান্তিক দুর্ঘটনা।
শুক্রবার (২৫ জুলাই) গুগল ম্যাপ অনুসরণ করতে গিয়ে প্রাইভেটকারসহ নদীতে পড়ে যান এক তরুণী চালক।
জানা গেছে, তরুণীটি বেলাপুর থেকে উলওয়ে যাচ্ছিলেন। পথে গুগল ম্যাপে দেখানো নির্দেশ অনুযায়ী একটি রাস্তা ধরে এগোতেই একটি ব্রিজের কাছে গিয়ে ভুল পথে চলে যান তিনি। ব্রিজে ওঠার বদলে পাশের এক রাস্তা দিয়ে নামতেই গাড়িসহ নদীতে পড়ে যান তিনি।
ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে বিষয়টি লক্ষ্য করেন এবং দ্রুত একটি ক্রেন এনে গাড়িটিকে উদ্ধার করেন। সৌভাগ্যক্রমে তরুণী গুরুতর আহত হননি।
উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগেও এমন একাধিক ঘটনা ঘটেছে যেখানে গুগল ম্যাপের দিকনির্দেশনা অনুসরণ করে বিপদের মুখে পড়েছেন চালকরা।
গত মাসেই দেশটির উত্তরপ্রদেশে এক ব্যক্তি গুগল ম্যাপ দেখে নির্মীয়মাণ ফ্লাইওভারে গাড়ি তুলে দেন। সেবার কেউ আহত না হলেও, গাড়িটি ঝুলে যায় ফ্লাইওভারের কিনারে।
গত বছর বরেলি থেকে বাদাউন যাওয়ার পথে একই ধরনের দুর্ঘটনায় পড়ে একটি গাড়ি, যা ফ্লাইওভার থেকে নদীতে পড়ে যায়। সেই ঘটনার পর গুগলের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয় এবং জানানো হয় যে, ম্যাপ সেবাকে আরও নির্ভুল করতে কাজ চলছে।
বারবার এমন ঘটনা সামনে আসায় সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠছে- গুগল ম্যাপের ওপর কতটা ভরসা করা যায়? প্রযুক্তির ওপর অন্ধ বিশ্বাস কি নিরাপদ? বিশেষ করে অজানা বা নতুন পথে গাড়ি চালানোর সময় আরও সাবধানতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

 
                            -20250728101716.jpg) 
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
       -20251031190935.webp) 
        
        
        
        
        
        
       -20251031183405.webp) 
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন