ঢাকা সোমবার, ২৮ জুলাই, ২০২৫

শিশুর কামড়ে বিষধর কোবরার মৃত্যু

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ০২:৩৬ পিএম
কোবরা সাপ। ছবি- সংগৃহীত

ভারতের বিহার রাজ্যে ১ বছর বয়সি এক শিশুর কামড়ে বিষধর কোবরা সাপ মারা গেছে বলে দাবি করছে স্থানীয় বাসিন্দারা। পশ্চিম চম্পারণ জেলার মোহাচ্ছি ব্যাংকতবা গ্রামে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম এনডিটিভি শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এ ঘটনার পরই শিশুটিকে দ্রুত চিকিৎসার জন্য বেতিয়া শহরের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পরিবার।

হাসপাতালের সুপারিনটেনডেন্ট ড. দুবাকান্ত মিশ্র বলেন, ‘শিশুটির নাম গোবিন্দ কুমার। তাকে গতকাল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে আমাদের এখানে নিয়ে আসা হয়। জীবিত সাপ কামড়ে ধরার পর সে অচেতন হয়ে পড়েছিল বলে জানানো হয়।’

দুরাকান্ত মিশ্র আরও জানান, পরিবার দাবি করেছে, শিশুটি বাড়ির ভেতরে একটি কোবরা সাপ ধরে ফেলেছিল এবং মুখে নিয়েই কামড়াতে শুরু করে। ঘটনাটি তার দাদির চোখে পড়ে। কিন্তু ততক্ষণে সাপটি ঘটনাস্থলেই মারা যায়। এরপর শিশুটিও জ্ঞান হারিয়ে ফেলে।

ড. মিশ্র বলেন, ‘শিশুটিকে আমরা পর্যবেক্ষণে রেখেছি। যদি বিষক্রিয়ার কোনো লক্ষণ দেখা যায়, তাহলে যথাযথ চিকিৎসা শুরু করা হবে।’