ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে মঙ্গলবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জন তীর্থযাত্রী নিহত হয়েছেন। যাত্রীবাহী বাসের সঙ্গে গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সংবামাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ঝাড়খণ্ডের দেওঘর জেলায় দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ও ছবি ফুটেজে দেখা যায়, বাসটির পেছনের অংশ সম্পূর্ণভাবে পুড়ে যাওয়ার পাশাপাশি দুমড়ে-মুচড়ে গেছে।
স্থানীয় সংসদ সদস্য নিশিকান্ত দুবে জানান, ১৮ জন ভক্ত এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানায়, ‘ঝাড়খণ্ডের দেওঘরে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নিহত ভক্তদের পরিবারগুলোর প্রতি আমাদের গভীর সমবেদনা।’
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ভারতে প্রতি বছর হাজার হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি সম্প্রতি সংসদে জানিয়েছেন, ২০২৩ সালে ভারতে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা ছিল ১ লাখ ৭২ হাজারেরও বেশি।
আপনার মতামত লিখুন :