ফ্লোরিডার লেক ওয়ার্থে একটি ছোট এক ইঞ্জিনের বিমান দুর্ঘটনায় সাতজন আহত হয়েছেন। সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে অরলিকান এম৮ ইগল মডেলের বিমানটি উড্ডয়নের পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের ডাল ছুঁয়ে গাড়ির ওপর দিয়ে পড়ে কাছের পার্কে বিধ্বস্ত হয়।
মঙ্গলবার (২৯ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে এবিসি নিউজ।
পাম বিচ কাউন্টি ফায়ার রেসকিউ জানায়, বিমানে থাকা দুজনকে গুরুতর আহত অবস্থায় ট্রমা সেন্টারে নেওয়া হয়েছে। দুর্ঘটনার সময় যে গাড়িটির ওপর দিয়ে বিমানটি পড়ে, তাতে থাকা একজন প্রাপ্তবয়স্ক ও চার শিশুকে স্থানীয় হাসপাতালে পর্যবেক্ষণে নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় কোনো আগুন লাগেনি এবং বড় ধরনের জ্বালানি লিকেজও হয়নি। বিমানটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও গাড়িটির ছাদে সামান্য ক্ষতি হয়েছে।
ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং জাতীয় পরিবহণ নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) যৌথভাবে তদন্ত শুরু করেছে। ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিমানটি উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই বিধ্বস্ত হয়।
ঘটনার তদন্ত চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :