রাশিয়া থেকে তেল কেনার ‘শাস্তি’ স্বরূপ ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী ২৭ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে। শুল্ক আরোপের পর পরই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে দেশটির অভ্যন্তরে।
বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভারতের ‘ঘনিষ্ঠ বন্ধু’ দাবি করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে। ইতোমধ্যে বিরোধী রাজনৈতিক, ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা তার সরকারের দুর্বল কূটনীতি নিয়ে তুলোধুনা করেছে।
বুধবার (৬ আগস্ট) হোয়াইট হাউসের আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কের প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুধু তাই নয়, দেশটির সংবাদমাধ্যমেও দেখা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ঝাঁজ।
কারণ খোদ চীনের থেকেও তাদের দেশে ট্রাম্পের শুল্কের বড় খড়গ আঘাত হেনেছে। এছাড়াও বাংলাদেশ, শ্রীলঙ্ক, মিয়ানমার, কম্বোডিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন ও ভিয়েতনামের তুলনায় অনেকটাই বেশি।
ভারতের প্রভাবশালী কয়েকটি সংবাদমাধ্যমে মার্কিন শুল্ক আরোপকে ‘অন্যায্য’ ও ‘শাস্তি’ হিসেবে উল্লেখ করেছে। তাদের অভিযোগ, রাশিয়া থেকে শুধু ভারতই নয়, অনেক দেশই তেল কেনে। তবুও ভারতকে লক্ষ্যবস্তু করেছে হোয়াইট হাউস। একরকম অভিমানের স্বরে পশ্চিমবঙ্গের প্রভাবশালী পত্রিকা আনন্দবাজার অনলাইন শিরোনাম করেছে, “‘অনেকেই করে, জরিমানা শুধু ভারতের!’ আমেরিকার ৫০ শতাংশ শুল্ক আরোপকে ‘অন্যায্য’ বলল কেন্দ্র, কঠোর বিবৃতি।”
দ্য হিন্দুস্তান টাইমস শিরোনাম করেছে, ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’: রাশিয়ান তেল কেনার জন্য ডোনাল্ড ট্রাম্পের ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের তীব্র প্রতিক্রিয়া ভারতের, ‘নেবে প্রয়োজনীয় সকল পদক্ষেপ...’। ভারত তার চাহিদার প্রায় ৮৮ শতাংশ অপরিশোধিত তেল আন্তর্জাতিক বাজার থেকে আমদানি করে, যা পরবর্তীতে পেট্রোল এবং ডিজেলের মতো জ্বালানিতে প্রক্রিয়াজাত করা হয়।
ভারত সরকারের প্রতিক্রিয়া উল্লেখ করে ইন্ডিয়া টুডে শিরোনাম করেছে, ‘আমরা স্পষ্ট করছি ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপ অন্যায্য’। নয়াদিল্লি বলেছে, হোয়াইট হাউসের এই পদক্ষেপ ‘অন্যায়, অযৌক্তিক এবং অযৌক্তিক’। এছাড়াও সামগ্রিক শুল্ক ৫০ শতাংশে বৃদ্ধির মার্কিন পদক্ষেপকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেছে।
দ্য হিন্দু’র শিরোনাম ‘রাশিয়ার তেল কেনার জন্য ভারতের উপর শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ করলেন ট্রাম্প’। ‘অন্যায়, অযৌক্তিক, অযৌক্তিক’: ভারতের উপর ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে কেন্দ্রের মন্তব্য, এনডিটিভির শিরোনাম। দ্য প্রিন্টের শিরোনাম হলো “রাশিয়ার তেল কেনার প্রতিবাদে ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক বৃদ্ধি করল ট্রাম্প, পদক্ষেপকে ‘অযৌক্তিক’ বলে আখ্যা দিল মন্ত্রণালয়”।
কলকাতা-কেন্দ্রিক সংবাদমাধ্যম এই সময় শিরোনাম করেছে, “ভারতের ওপর ট্রাম্প-শুল্ক বেড়ে ৫০ শতাংশ, রাশিয়ার তেল কেনার ‘শাস্তি’।” আজকাল ইন্ডিয়া করেছে, “যত দোষ ভারতের! ট্রাম্পের শুল্ক-জরিমানা ‘অন্যায্য-অযৌক্তিক’, কিছুক্ষণেই মোক্ষম জবাব দিয়ে দিল পরমন্ত্রণালয়।” আরেকটি সংবাদের শিরোনাম করেছে, ‘আক্রোশে ৫০! একসপ্তাহেই ভারতের উপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের।’ সংবাদ প্রতিদিন শিরোনাম করেছে, ‘অনেকেই রাশিয়া থেকে তেল কেনে, ৫০ শতাংশ শুল্ক অযৌক্তিক! ট্রাম্পকে তুলোধোনা ভারতের’।