ঢাকা শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

বাংলাদেশে ‘পুশইন’ নিয়ে যা বললেন অমর্ত্য সেন

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ১০:১৫ এএম
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ছবি- সংগৃহীত

ভারতের জাতীয় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) আইন নিয়ে এবার মুখ খুললেন দেশটির নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। সম্প্রতি এসআইআর নিয়ে গোটা ভারতে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। অমর্ত্য সেন বলেন, এসআইআর–এর নামে ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া যায় না। এ বিষয়ে কোনো আলোচনার সুযোগ নেই। শুক্রবার (২২ আগস্ট) সল্টলেকের আই বি ব্লকে অমর্ত্য সেন গবেষণা কেন্দ্রে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অমর্ত্য সেনের মতে, দেশে বহু নাগরিকের প্রয়োজনীয় নথিপত্র নেই। তাই বলে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। কিছুটা ভালো করার অজুহাতে বড় রকম ক্ষতি করা উচিত নয়।

বাংলা ভাষা ও বাঙালিত্ব নিয়ে অসহিষ্ণুতা প্রসঙ্গেও উদ্বেগ প্রকাশ করেন তিনি। মঞ্চে দাঁড়িয়ে অমর্ত্য সেন বলেন, বাংলায় কথা বললে নাকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার কথা শোনা যাচ্ছে। আমি ফরাসি জানি না,  জানলে কি আমাকে ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হতো? এটা চিন্তার বিষয়। তবে রসিকতা করে তিনি বলেন, আমাকে বাংলাদেশে পাঠালে আমার আপত্তি নেই। ঢাকায় আমাদের বাড়ি ছিল, পরিবারের শিকড়ও সেখানেই।

প্রতীচী ট্রাস্টের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে ‘ভারতের যুবসমাজ, তাদের যে সামাজিক সুযোগ থাকা উচিত’ বিষয়ে আলোচনা হয়। এ সময়ই তার দাদু ক্ষিতিমোহন সেনের লেখা ‘ভারতে হিন্দু–মুসলমানের যুক্ত সাধনা’ বইটির পুনঃমুদ্রণ প্রকাশিত হয়।