ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

ভারতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ০৫:১৫ এএম
বিএসএফের কয়েকজন সদস্য। ছবি- সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলায় বাংলাদেশ পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। বিএসএফের দাবি, ওই পুলিশ কর্মকর্তা অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিলেন। ভারত সরকারের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হাকিমপুর বর্ডার আউটপোস্টের কাছে সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে টহলরত বিএসএফ সদস্যরা ওই কর্মকর্তাকে আটক করেন। তল্লাশির সময় তার কাছে থাকা পরিচয়পত্র থেকে নিশ্চিত হওয়া যায় যে তিনি বাংলাদেশ পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে তদন্তের স্বার্থে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

আটকের পরই তাকে তাৎক্ষণিকভাবে হেফাজতে নেওয়া হয় এবং পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, অবৈধ অনুপ্রবেশের চেষ্টায় বাংলাদেশি কোনো পুলিশ কর্মকর্তাকে আটকের ঘটনা বিরল।

ভারত-বাংলাদেশ সীমান্তের দৈর্ঘ্য ৪ হাজার ৯৬ কিলোমিটার, যা বিশ্বের অন্যতম দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত। এর মধ্যে প্রায় ২ হাজার ২১৭ কিলোমিটার পশ্চিমবঙ্গের সীমান্তজুড়ে বিস্তৃত হওয়ায় নিরাপত্তা সংস্থাগুলোর জন্য এটি অত্যন্ত সংবেদনশীল এলাকা।

উত্তর ২৪ পরগনা দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত। ঘনবসতিপূর্ণ এলাকা, নদীমাতৃক ভূপ্রকৃতি এবং শহুরে অঞ্চলের নিকটবর্তী হওয়ায় এই সীমান্ত বহুবার পাচারকারী, দালাল কিংবা সংগঠিত চক্রগুলোর অবৈধ পারাপারের জন্য ব্যবহৃত হয়েছে।

বিএসএফ জানায়, সীমান্তে অনুপ্রবেশ রোধ, মানবপাচার প্রতিরোধ এবং গরু, মাদক ও জাল নোটসহ বিভিন্ন চোরাচালান বন্ধে তারা কাজ করে আসছে। এজন্য উন্নত নজরদারি ব্যবস্থা, বর্ডার ফেন্সিং এবং সমন্বিত টহল কার্যক্রম চালানো হচ্ছে।

একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘এমন ঘটনা ইঙ্গিত দেয় যে ভারত-বাংলাদেশ সীমান্তে সার্বক্ষণিক সতর্কতার কোনো বিকল্প নেই। এজন্য রাজ্য পুলিশ ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় আরও জোরদার করা হচ্ছে।’