ভারতের উত্তরপ্রদেশের নয়ডাতে ট্রাফিক পুলিশ জনসাধারণকে সচেতন করার জন্য একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক তার প্রেমিকাকে কোলে নিয়ে বাইক চালাচ্ছেন। এই কাজকে বিপজ্জনক ও আইনভঙ্গ হিসেবে গণ্য করে পুলিশ ওই যুবককে ৫৩ হাজার ৫০০ রুপি জরিমানা করেছে। বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় ৭৫ হাজার টাকার সমান।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভিডিওটি নয়ডার কোনো এক এলাকায় ধারণ করা হয়েছে। এতে দেখা যায়, সিনেমার রোমান্টিক সিনের মতো যুবকটি বাইক চালাচ্ছেন। এই সময় তারা হেলমেট বা কোনো নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করেননি। ট্রাফিক আইনের সমস্ত নিয়ম লঙ্ঘন করা হয়েছে।
উত্তরপ্রদেশের পুলিশ ভিডিওটি প্রকাশ করে লিখেছে, ‘রোমিও-জুলিয়েট নয়ডায় একটি বাইক সিক্যুয়েল করার চেষ্টা করেছিল। এবারের ক্লাইম্যাক্স ছিল বড় চালান, কোনো প্রেমের গান নয়! নিরাপদে গাড়ি চালান, নিয়ম মেনে চলুন এবং আপনার প্রেমের গল্পকে দীর্ঘজীবী হতে দিন।’
ভিডিওতে পুলিশ জানিয়েছে, এই যুগলকে ৫৩ হাজার ৫০০ রুপি জরিমানা করা হয়েছে। ভিডিওটির কমেন্টে অনেকেই বিষয়টি নিয়ে মজা করেছেন।
একজন লিখেছেন, ‘এখন প্রশ্ন হলো, জরিমানা কে দেবে! রোমিও না জুলিয়েট, নাকি তাদের বাবা-মা! তাদের সামনে এখন দুটো সমস্যা- প্রথমত, জরিমানা মেটানো; আর দ্বিতীয়ত, যদি বাবা-মা জরিমানা দেন, তাহলে তাদের সম্পর্ক সবার সামনে চলে আসবে। তাই সাবধান! নিরাপদে বাইক চালান, নিয়ম মেনে চলুন এবং আপনাদের সম্পর্ককে বাঁচিয়ে রাখুন।’
ভিডিওর মাধ্যমে পুলিশ সাধারণ জনগণকে সতর্ক করেছে, কোনো রোমান্টিক মুহূর্তের জন্য ট্রাফিক আইন ভঙ্গ করা উচিত নয়। নিরাপত্তা এবং আইন মেনে চলা প্রতিটি মানুষকে প্রাধান্য দিতে হবে।