ভারতীয় পণ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপের পর থেকেই মোদি সরকারের বিরুদ্ধে কড়া সুরে বার্তা দিচ্ছেন বিরোধীরা। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
রোববার (৭ সেপ্টেম্বর) আপ নেতা সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, ‘একটু সাহস দেখান, আর আমেরিকার পণ্যের উপর ৭৫ শতাংশ কর চাপান।’
গুজরাটের রাজকোটে এদিন সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল দাবি করেন, ‘কেন্দ্রের ৩১ ডিসেম্বর পর্যন্ত আমেরিকা থেকে আগত তুলার উপর থেকে ১১ শতাংশ শুল্ক তুলে নেওয়ার ফলে গুজরাটের তুলা চাষিরা ক্ষতিগ্রস্ত আর মার্কিন চাষিরা লাভবান হবেন। ওয়াশিংটন আমাদের ওপর ৫০ শতাংশ শুল্ক বসিয়েছে, আপনি আমেরিকা থেকে আমদানিকৃত পণ্যের উপর ৭৫ শতাংশ শুল্ক বসান।’
সেইসঙ্গে মার্কিন শুল্ক-ত্রাসে ভারতের হীরা ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে বলে উল্লেখ করে কেজরির কটাক্ষ করেন, ‘ডোনাল্ড ট্রাম্পের সামনে হাঁটু গেড়ে বসে পড়েছে মোদি সরকার। আমেরিকা থেকে আমদানিকৃত তুলার উপর ভারতের ১০০ শতাংশ শুল্ক আরোপ করা উচিত। তাহলে আমেরিকাও ভারতের সামনে নতজানু হতে বাধ্য হবে।’
মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশ্যে এই আপ নেতা বলেন, ‘ট্রাম্প একজন ভীরু, কাপুরুষ মানুষ! ওর বিশ্বের সব দেশের সামনে নতজানু হওয়া উচিত।’
তার দাবি, মার্কিন সংস্থাগুলো বন্ধ হলেই ট্রাম্পের কোমর ভেঙে যাবে। আমেরিকা থেকে তুলা আনা হলে ‘ভারতের চাষিরা বাজারে ৯০০ টাকারও কম পাবেন। আমাদের দেশের চাষিদের সঙ্গে এটাই হচ্ছে। এখানকার, গুজরাটের চাষিরা দরিদ্র হয়ে যাবেন আর আমেরিকার চাষিরা ধনী’। মার্কিন তুলার উপর থেকে ১১ শতাংশ আমদানি শুল্ক তুলে দিয়ে ভারতের চাষিদের আত্মহত্যার মুখে ঠেলে দিয়েছে মোদি সরকার বলেন অরবিন্দ কেজরিওয়াল।
সূত্র: হিন্দুস্তান টাইমস
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন