ভারতের মুম্বাইয়ের দহিসারে একটি ২৩ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে একজন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় একজনের অবস্থা সংকটাপন্ন। এ ঘটনায় মোট ৩৬ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে ১৯ জনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরও সাত জন চিকিৎসাধীন।
ফায়ার সার্ভিস বিভাগ জানায়, রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে শহরতলি দহিসার পূর্বের শান্তি নগরের নিউ জন কল্যাণ সোসাইটির বি-উইং-এর সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সাতটি ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অবশেষে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হয়।
অগ্নিনির্বাপক দল নারী, পুরুষ ও শিশুসহ ৩৬ জনকে নিরাপদে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এদের মধ্যে রোহিত হাসপাতালে এক নারী মারা গেছেন। একই হাসপাতালে ভর্তি এক প্রতিবন্ধী মেয়ের অবস্থা গুরুতর। আরও পাঁচ জন সেখানে চিকিৎসাধীন।
অন্যদিকে, নর্দান কেয়ার হাসপাতালে ভর্তি হওয়া চার বছরের এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। একজনকে ভর্তি করা হয়েছে প্রগতি হাসপাতালে এবং আরেকজনকে শতাব্দী হাসপাতালে। উদ্ধার হওয়া কয়েকজনের অবস্থা এখনও গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।
প্রাথমিক তদন্তে ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, বেসমেন্টে বৈদ্যুতিক তারের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে বৈদ্যুতিক নালী বেয়ে দ্রুত আগুন ভবনের ওপরের দিকে ছড়িয়ে পড়ে।
সূত্র: ইন্ডিয়া টুডে