ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

পাকিস্তানের রাতের ঘুম হারাম, মন্তব্য মোদির

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ১০:৩৮ এএম
নরেন্দ্র মোদি। ছবি- সংগৃহীত

পাকিস্তানের রাতের ঘুম হারাম হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (২০ অক্টোবর) গোয়া ও কর্নাটকের করওয়ার উপকূলে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্তে নৌসেনাদের সঙ্গে দীপাবলি উৎসব পালনের সময় এ মন্তব্য করেন তিনি। বলেন, ‘আইএনএস বিক্রান্ত পাকিস্তানের রাতের ঘুম হারাম করে দিয়েছে। বিক্রান্ত নামটাই শত্রুর মনে ভয় ধরিয়ে দেয়। যদি এর নামই পাকিস্তানের সাহস কাঁপিয়ে দেয়, তাহলে ভাবুন, এই জাহাজের শক্তি কতটা!’

নৌবাহিনীর শত শত সদস্যের উদ্দেশে মোদি আরও বলেন, ‘আইএনএস বিক্রান্ত কেবল একটি যুদ্ধজাহাজ নয়, এটি আধুনিক ভারতের উদ্ভাবন, শ্রম এবং প্রযুক্তিগত সক্ষমতার প্রতীক। এ ছাড়াও এটি ভারতের এক বিশাল আত্মনির্ভরতার প্রতীক। এই রণতরী ভারতের প্রতিরক্ষা সক্ষমতা, আমাদের বিজ্ঞানী ও প্রকৌশলীদের মেধা এবং জাতীয় সংকল্পের মূর্ত প্রতিফলন।’

২২ এপ্রিল পেহেলগামে ৭ মে অপারেশন সিঁদুর শুরু করে নয়াদিল্লি। সে সময় আইএনএস বিক্রান্তের ৮ থেকে ১০টি যুদ্ধজাহাজের প্রহরা ছিল ভারতের ভরসা।