চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের এক নিরীহ মন্তব্য নিয়ে সরগরম হয়ে উঠেছে অনলাইন দুনিয়া। ‘সান্ডা দেখিনি, খাওয়া যায় কি না জানি না’ - একটি টকশোতে হঠাৎ এমন মন্তব্য করে হাস্যরসের জন্ম দেন এই ঢাকাই তারকা।
ভিন্নধর্মী খাবার প্রসঙ্গে প্রশ্ন করা হলে সরল স্বীকারোক্তি দিয়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি।
তবে খাবারের চেয়েও বেশি আলোড়ন তুলেছে তার শেয়ার করা এক পুরনো অভিজ্ঞতা, যেটি সরাসরি আঙুল তুলেছে একটি প্রতিষ্ঠানের শিক্ষকের অনৈতিক আচরণের দিকে।
মিষ্টি বলেন, ‘আমি যখন মেডিকেলে ফার্স্ট ইয়ারে পড়তাম, আমিতো তখন খুব সুন্দর ছিলাম। জিন্স, ট্রাউজার পরতাম, ওয়েস্টার্ন লুক ছিল। স্যাররা ভেবেছিলেন আমি মিডল ইস্ট কান্ট্রি থেকে আসছি। অনেকে প্রশ্ন করতেন আমি মডেলিং করতে এসেছি কিনা।’
এই পর্যায়ে এসে মিষ্টি শেয়ার করেন এক বিব্রতকর অভিজ্ঞতার কথা। ‘একদিন আমার এক বন্ধু ও আমাকে একজন স্যার রুমে ডেকে নিয়ে প্রভা আপুর সেই ভিডিও দেখাতে শুরু করেন। আমি হতবাক হয়ে যাই। এটা আমার জন্য খুবই হতাশাজনক ছিল। সেই স্যার এখনো শিক্ষকতা করেন, বর্তমানে বারডেমে আছেন।’
স্যারের নাম প্রকাশ করা উচিত কি না, এমন প্রশ্নে মিষ্টি বলেন, ‘আমি ক্ষমা করে দিয়েছি। তবে আমি প্রিন্সিপালকে গিয়ে কমপ্লেইন করেছিলাম। উনি বলেছিলেন - ‘এমন ফালতু জিনিস নিয়ে চলে এসেছ?’’
মিষ্টির মুখে উঠে আসা এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকে বলছেন, মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকের কাছ থেকে এমন আচরণ দুর্ভাগ্যজনক ও নিন্দনীয়।
মিষ্টি জান্নাতের এই বক্তব্য নতুন আলোচনার জন্ম দিলেও, সামনে রয়েছে তার অভিনয় জীবনের আরও নতুন চমক।
তবে আপাতত ‘সান্ডা’ নিয়ে তার সরল উত্তর আর প্রভা ইস্যুতে তার সাহসী উন্মোচন - এই দুই নিয়েই সরগরম বিনোদন অঙ্গন।